আচমকা জেগে উঠেছে ট্রাম্পের বিবেক। এই আবহে ইউক্রেনের জন্য কাঁদতে কাঁদতে তিনি ভারতের ওপর শুল্ক চাপাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলেই যুদ্ধ জারি আছে। এই আবহে মার্কিন প্রেসিডেন্টের দ্বিচারিতাকে ছক্কা হাঁকিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়া দিয়েছে গতরাতেই। আমেরিকা যে নিজেরা রাশিয়ার থেকে খনিজ পদার্থ কেনে, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে। আর সেই বিবৃতি নিয়ে এবার মুখ খুলল কংগ্রেস। মোদী-ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করতে শোনা গেল কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশকে। (আরও পড়ুন: ১৭০০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় ইডির মুখোমুখি হতে দিল্লিতে অনিল আম্বানি)
আরও পড়ুন: প্যারোলে মুক্ত ধর্ষণ-হত্যায় দোষী সাব্যস্ত রাম রহিম, এই নিয়ে কতবার ছুটি পেল সে?
রাশিয়ার তেল ক্রয়ের কারণে ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বৃদ্ধির কথা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, '...বছরের পর বছর ধরে, প্রধানমন্ত্রী দাবি করে আসছেন যে রাষ্ট্রপতি ট্রাম্প এবং তাঁর মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে... এই বন্ধুত্ব অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়েছে... বিদেশ মন্ত্রক এখন একটি বিবৃতি জারি করেছে। কিন্তু এটা অনেক আগেই স্পষ্ট হয়ে যায় যে আমেরিকার সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়েছে... আজ, ক্যাপ - চিন, আমেরিকা এবং পাকিস্তান আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে...' (আরও পড়ুন: আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোনই 'মেড ইন ইন্ডিয়া', জানালেন টিম কুক নিজেই)
আরও পড়ুন: যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ, অভিযোগ ইউক্রেনের
আরও পড়ুন: লালকেল্লায় ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
এরপর জয়রাম রমেশ আরও বলেন, 'একটি জনপ্রিয় গান আছে- 'দোস্ত দোস্ত না রাহা'। প্রধানমন্ত্রীর অবশ্যই গানটি জানা উচিত। 'দোস্ত দোস্ত না রাহা, ট্রাম্প ইয়ার হামে তেরা আইতবার না রাহা'। তাঁরা 'হাউডি মোদী' এবং 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠান করেছিলেন। তিনি বলেছিলেন- 'আবকি বার ট্রাম্প সরকার'। রাষ্ট্রপতি ট্রাম্পের শপথের সময় আমাদের বিদেশমন্ত্রী প্রথম সারিতে বসে ছিলেন। দাবি করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে একটি বিশেষ বন্ধন রয়েছে, তাঁরা পুরানো বন্ধু... তবে বর্ধিত শুল্কের ফলাফল কী? এর আগে ট্রাম্প ৩২-৩৩ বার বলেছেন যে তিনি পাকিস্তানের সঙ্গে ভারতের মধ্যস্থতা করেছেন এবং সংঘর্ষবিরতি করিয়েছেন।'