দলকে জেতালেও শ্রেয়স কিন্তু পার পেলেন না বিসিসিআইয়ের শাস্তির হাত থেকে। আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙার জেরে বড় আর্থিক জরিমানার মুখে পড়তে হল পঞ্জাবের অধিনায়ককে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হল শ্রেয়স আইয়ারের। এটাই প্রথমবার এবারের আইপিএলে শাস্তির মুখে পড়লেন শ্রেয়স।