বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দাতা হিসাবে মনে করা হয়। ফলত, শনিদেব, ব্যক্তিকে কর্মের ভিত্তিতে ফল দান করেন। শনিদেব জ্যোতিষ গণনা মতে একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকেন। সেই সময় তিনি বহু বার নক্ষত্র পরিবর্তন করেন। আসন্ন সময়েও শনিদেব যাবেন গুরু বৃহস্পতির নক্ষত্রে। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে পাবে। লাকি কারা?
কুম্ভ
দণ্ডনায়ক শনিদেবের নক্ষত্র পরিবর্তন লাভদায়ক হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। শনিদেব আপনার রাশিতে সঞ্চরণ করবেন। এই সময় আপনি হঠাৎ করে হাতে টাকা পেতে থাকবেন। পৈতৃক সম্পত্তি থেকে পাবেন লাভ। চাকরি ব্যবসায় এই সময় উন্নতি হবে। বাড়বে সামাজিক মান সম্মান। কোনও মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। পড়ুয়াদের জন্য সময় খুবই ভালো। ব্যক্তিত্ব আগের থেকে উজ্জ্বল হবে। মান সম্মানের প্রাপ্তি রয়েছে। আপনার পরিশ্রমের ফল মিলবে।
তুলা
শনিদেবের নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য শুভ ফলদায়ী হবে। আইনি কোনও মামলায় সাফল্য পাবেন। এই সময় শত্রুদের ওপর আলাদা দাপট ধরে রাখতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার টাকার অঙ্ক বাড়বে। যাঁরা চাকরি করছেন, তাঁরা পরিশ্রমের ফল পাবেন। আপনার কোনও আগে থেকে ভেবে রাখা প্রকল্প সফল হতে পারে। গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন।
( ঢাকার ওপর ওয়াশিংটনের ২০ শতাংশের শুল্ক! আমেরিকা কী কী পাচ্ছে বাংলাদেশের থেকে-Report)
মিথুন
এই নক্ষত্র পরিবর্তন আপনার জন্য খুবই শুভ হতে পারে। শনিদেব আপনার গোচর কুণ্ডলীতে কর্মভাবে বিচরণ করছেন। এই সময় চাকরিহীনরা পেতে পারেন চাকরি। এই সময় ধন সম্পত্তি সংক্রান্ত সুখ পাবেন। আপনার ওপর কোনও দায়িত্ব আসতে পারে। যার লাভ আপনি পাবেন। ব্যবসায়ীরা ধনলাভ করবেন।
কবে এই নক্ষত্র গোচর হবে?
শনিদেব বিচরণ করছেন উত্তরভাদ্রপদে। আর দুর্গাপুজোর পর তিনি পূর্ব ভাদ্রপদে যাবেন। এই নক্ষত্রের স্বামী হলেন গুরু। আর শনির এই নক্ষত্র গোচরের ফলে বহু রাশির জাতক জাতিকার ওপর পড়বে প্রভাব। বহু রাশির ঘরে আসবে ধন সম্পত্তি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )