আর মাত্র একদিন। তারপরেই সারাদিন জুড়ে বড় পর্দায় মুক্তি পাবে ‘ধূমকেতু’। গত ৯ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে কাল অর্থাৎ ১৪ আগস্ট। তবে এই একইদিনে বড় পর্দায় মুক্তি পাবে ‘ওয়ার ২’ ও ‘কুলি’। প্রথম থেকেই সিনেমা হলে শো পাওয়া নিয়ে চলছিল সমস্যা।
তবে ‘ধুমকেতু’ নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা কাজ করছে, তার দিকে তাকিয়ে শহর থেকে গ্রাম প্রত্যেক হল মালিকরা ধুমকেতু ছবিকে দিচ্ছেন প্রাধান্য। একটি হিন্দি ছবি মুক্তি পেলে, যেভাবে বাংলা ছবিকে সরিয়ে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু একেবারে অন্যরকম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
হল মালিকদের এই সহযোগিতার কথা তুলে ধরে একটি পোস্ট করলেন দেব। কাল অর্থাৎ ১২ আগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দেব লেখেন, ‘নো শো শেয়ারিং থেকে আরলি মর্নিং শো। ধুমকেতু অনেক দূরের যাত্রা করবে বলেই ঠিক করেছে। এখন শুধু শহরের হল মালিকরা নয়, সকল জেলার হল মালিকরা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে আর্লি মর্নিং শো চালাচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘বক্স অফিসে এত অসাধারণ উদ্বোধন দেখে আমি ভীষণ খুশি। এত খুশি আগে কখনও হইনি। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার ওপর ভরসা করেছে, আমাদের এই সিনেমাকে এতো ভালোবাসা দিয়েছে এবং বাংলা সিনেমাকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে।’
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলা ছবিকে কোণঠাসা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য চিঠি পাঠিয়েছিলেন টলিউডের একাধিক গণমান্য ব্যক্তিরা। সেই মর্মে গত ৭ তারিখ একটি মিটিং ডাকা হয়। ১৩ আগস্ট হবে দ্বিতীয় দফার আলোচনা।
প্রতি বছর কোনও না কোনও বলিউড বা দক্ষিণী ছবি মুক্তি পেলে কিছুতেই শো দেওয়া হয় না বাংলা ছবিকে। কখনও এমন সময়ে শো দেওয়া হয় যার ফলে সমূহ ক্ষতি হয়ে যায় সেই বাংলা ছবির। তবে মনে হচ্ছে, সেই দৃশ্যে বদল আসতে চলেছে ‘ধুমকেতু’ ছবির মুক্তির পর।