মঙ্গলবার রাতে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়কে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন সৌরভ। রয়েছেন দাদা স্নেহাশীষ এবং স্ত্রী ডোনা। কিন্তু হঠাৎ কী হল? কেনই বা হাসপাতালে ভর্তি করাতে হল মহারাজের মাকে?
পরিবার সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে জ্বর এবং গলা ব্যথার সমস্যায় ভুগছিলেন নিরূপাদেবী। চিকিৎসকের অধীনে থাকলেও শারীরিক পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছিল না। অবশেষে মঙ্গলবার রাতে চিকিৎসকের পরামর্শ মেনে তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
এবিপি আনন্দকে সৌরভের বৌদি অর্পিতা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নিরুপাদেবীর শরীর বেশ কয়েকদিন ধরেই খারাপ ছিল। হাসপাতালে ভর্তি করানো হলেও উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকের পরামর্শ মেনেই সবকিছু করা হচ্ছে।
ইতিমধ্যেই জানা গিয়েছে, ইউরিনাল ইনফেকশন হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের। এই ইনফেকশন থেকেই এসেছে জ্বর। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন থাকবেন তিনি।
তবে এই প্রথমবার নয়, মহামারী চলাকালীন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ এবং স্নেহাশীষের মা। এছাড়া গত বছরেও বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। পরে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
গত বছর প্রায় ১৭ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নিজের ৭৫ তম জন্মদিন কাটিয়েছিলেন হাসপাতালেই। হাসপাতালে কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ফের আরও একবার তাঁকে ভর্তি করাতে হল হাসপাতালে।
প্রসঙ্গত, ২০১৩ সালে দীর্ঘ দিনের অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়। বাবার মৃত্যুর পর সৌরভ এবং স্নেহাশীষের গোটা জীবন জুড়েই শুধুমাত্র মা। খুব স্বাভাবিকভাবেই মায়ের অসুস্থতায় ভীষণ উদ্বিগ্ন দুই ভাই।