পুলিশ বলতেই চোখের সামনে ভেসে ওঠে রাশভারী চেহারার ইউনিফর্ম পরা লোকজন। এমনকী একাধিক ঘটনা পরম্পরায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে মাঝেমধ্যেই দূরত্ব তৈরি হয়। এর জেরে সমস্যায় পড়তে হয় উভয় পক্ষকেই।তবে এবার সেই পুলিশই স্কুলে স্কুলে আয়োজন করেছিল কুইজ কম্পিটিশনের। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল এই কুইজ প্রতিযোগিতা। চন্দননগর, সদর, আরামবাগ ও শ্রীরামপুর এই চারটি মহকুমায় আয়োজিত হয়েছিল এই কুইজ প্রতিযোগিতা। সব মিলিয়ে ১৫৬টি স্কুল এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে জানিয়েছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে,'Smart Minds of Hooghly!'Smart Minds of Hooghly' নামে হুগলী গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল একটি আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, যার উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান, সচেতনতা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলা।চন্দননগর, সদর, আরামবাগ ও শ্রীরামপুর, এই চারটি সাব-ডিভিশনের মোট ১৫৬টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে ৮টি সেরা দল নির্বাচিত হয় ফাইনালে। যা অনুষ্ঠিত হয় গত ১২ জুলাই চুঁচুড়ার রবীন্দ্র ভবনে।এই কুইজ প্রতিযোগিতায় কারা উল্লেখযোগ্য স্থান পেয়েছে তারও তালিকা তুলে ধরা হয়েছে রাজ্য পুলিশের তরফে।গ্র্যান্ড ফিনালের বিজয়ীরা:চ্যাম্পিয়ন: হুগলী কলেজিয়েট স্কুলসৌম্য অধিকারী, মনীশ সাহা, সিঞ্চন দে১ম রানার-আপ: নবগ্রাম বিদ্যাপীঠসুমন দত্ত, পউনার কুমার মান্না, সোহম নাগ২য় রানার-আপ: কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল (উচ্চ মাধ্যমিক)রুদ্রনীল ঘোষ, অনীক মান্না, মহম্মদ তনবীর আলম,' জানিয়েছে রাজ্য পুলিশ।