স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা'। দর্শকরা ‘কথা-অগ্নি’র জুটিকে দেখতে খুবই পছন্দ করেন। এমনকী বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। আর এবার এই সব চর্চার মাঝেই তাঁদের প্রেম নিয়ে যে গুঞ্জন শোনা যায় তা নিয়ে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য।
সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ককে সুস্মিতার সঙ্গে প্রেম সম্পর্কে প্রশ্ন করা হলে নায়ক বলেন, ‘গুজব। আমাদের দু’জনের মধ্যে রসায়নটা খুব ভালো।' এরপরই নায়ককে তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘দেখাই যাক না কী হয়।’ এর পরিপ্রেক্ষিতে তাঁর থেকে আর একটু কিছু আরও শুনতে চাওয়ার আবদার করা হলে নায়ক বলেন, ‘এই উত্তরটা বললে দর্শকরা বাকিটা বুঝে যায়।’
আরও পড়ুন: ভিডিয়ো কলে মহিলার সঙ্গে যৌনতা! জনপ্রিয় নায়কের গোপন ভিডিয়ো ফাঁস
প্রসঙ্গত, ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।
বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।
আরও পড়ুন: চুপিচুপি বিয়ে সারলেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ? 'সমস্ত আচার-অনুষ্ঠান…', যা বললেন নায়িকা
তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়। একটি পোস্টে সুস্মিতার প্রাক্তনকে লিখতে দেখা গিয়েছিল, ‘ভদ্রতার খাতিরে চুপ করে আছি। আমি মুখ খুলতে বাধ্য হলে, মুখ লোকানোর জায়গা পাবে তো?? I have enough Proof... That can d*str*y your ভালো মানুষের মুখোশ। নোংরা চরিত্র টা সবার সামনের চলে আসবে।’
এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন, 'কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য়ই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না'।
তবে সাহেব বা সুস্মিতা কেউই তাঁদের প্রেমের গুঞ্জনে কখনও সিলমোহর দেননি। বরাবরই তাঁরা নানা ভাবে এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয় তাঁরা সব সময়ই একে অপরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন।