বনমোহৎসব। আর সেই বনমোহৎসব উপলক্ষ্যে গান লিখলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই গানের সঙ্গে ভিডিয়ো পোস্ট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এক্স হ্যান্ডলে। সেই গানের কথা ও সুরে মমতা বন্দ্যোপাধ্যায়। আর গান গেয়েছেন রূপঙ্কর বাগচী।সেই গানের কথা অনেকটা এরকম,'সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে দিও না। ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়। ওদের মুখে হাসি ফোটাও, নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে, নতুন চলেছে নতুনের সন্ধানে…'সেই গানের পরের লাইনগুলিতে রয়েছে, 'মুক্তি চলেছে শান্তির বন্ধনে, সবুজ চলেছে যুগের আহ্বানে..ওরা তো খেলতে চায়, ওরাও তো আলো দেখায়….' সেই ভিডিয়োতে রাজ্য জুড়ে নানা বনসৃজনের টুকরো কিছু মূহুর্তকে তুলে ধরা হয়েছে। নানা বন্য জীবজন্তুর ছবিও রয়েছে। সেই সঙ্গেই দিঘাতে জগন্নাথ মন্দির প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় গাছ বসাচ্ছেন সেই ছবিও তুলে ধরা হয়েছে।এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন,' সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও, সকলকে জানাই বনমহোৎসবের আন্তরিক শুভেচ্ছা।' সেই সঙ্গেই ভিডিয়োর কিছুটা অংশে লেখা রয়েছে, 'সৃষ্টিকে ধ্বংস করে, প্রাণ সবুজকে মেরো না, সবুজের সবুজদ্বীপ জীবনে বাঁচার প্রেরণা।'তবে এর আগেও নানা অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও তিনি গান লিখেছিলেন। সেই গান বাজানো হয়েছিল কার্যত দিঘা জুড়ে। এবার গাছ বসানো নিয়ে গান লিখলেন তিনি। আর সেই গান গাইলেন রূপঙ্কর বাগচী।