ভারতীয় দল এবারের ইংল্যান্ড সিরিজে নিজেদের প্রমাণ করার তাগিদে সেরাটা দিয়ে যাচ্ছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর অনেকেই মনে করেছিলেন, ভারতীয় দল হয়ত ইংল্যান্ড সিরিজে ভরাডুবির সামনে পড়তে পারে। কিন্তু শুভমন গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত সিরিজ ১-১ রাখতে পেরেছে। এছাড়াও লর্ডসে এগিয়ে যাওয়ার সুযোগও রয়েছে এখন টিম ইন্ডিয়ার কাছে, তার জন্য চাই মাত্র ১৩৫ রান আজ অর্থাৎ টেস্টের পঞ্চম দিনে।
লর্ডস টেস্ট বেশ উত্তেজনাকর অবস্থাতেই রয়েছে। তৃতীয় দিনের শেষে যখন জ্যাক ক্লি সময় নষ্ট করেছিলেন, তখন তাঁকে কটুক্তি করেছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। আর চতুর্থ দিনে সিরাজও স্লেজিং, উচ্ছাস, সেলিব্রেশনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আগ্রাসন প্রকাশ করলেন, যার জন্য তিনি শাস্তির মুখেও পড়তে পারেন আইসিসির তরফে।
ইংরেজ ওপেনার বেন ডাকেটকে আউট করার পর তাঁকে সেন্ড অফ দিতেই গিলে অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লেগে যায় সিরাজের সঙ্গে তাঁর। আম্পায়াররা ততক্ষণাৎ বিষয়টি নিটিয়ে দেওয়ায় আর তেমন বড় সমস্যা হয়নি। যদিও ইংরেজদের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক বলছএন, সিরাজ সীমা লঙ্ঘন করেছেন। তাই ওর শাস্তি পাওয়া উচিত।
অ্যালেস্টার কুক বলেন, ‘এটা মেনে নেওয়া যায় না, কাকে দোষ দেবে এবার? ডাকেট কি জেনে শুনে ওর দিকে গেছে? ম্যাচের কোনও সময়ই এরকমভাবে কোনও ক্রিকেটারের মুখের সামনে গিয়ে চেঁচানো উচিত নয়। আমি মন থেকেই বলতে পারি, এটা ঠিক নয়। শারীরিকভাবে স্পর্শ হওয়া উচিত নয়, এরপর যেমন ইচ্ছা তেমন সেলিব্রেট করুক উইকেট। এরকমভাবে তিন ইঞ্চি দূর থেকে ওর মুখোমুখি হয়ে চেঁচানোর কোনও দরকারই নেই। তাই আমার মনে হয় এর ফলও ওকে ভুগতে হবে। এটা আমার মনে হয়, যে ও সীমা ছাড়িয়ে গেছে’।
কুক আরও বলেন, ‘কাল রাতে যেটা হয়েছে ক্রলি আর গিলের মধ্যে সেটা আমার ভালোই লেগেছে, হয়ত ১২ বছরের নিচে বাচ্ছাদের জন্য সেটা ঠিক নয়। তবে আমি বুঝতে পারছি বিষয়টা। তবে আমি হলে টাকা দিয়ে দেখতে আসতাম এমন দৃশ্য। কারণ আমি বুঝি ক্রিকেটারদের জন্য ওই সময়টা কতটা দামি, ওরা সবাই দেশের জন্যই সেরাটা দিচ্ছে ’।