প্রত্যাশা মতোই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম যুব টেস্টের প্রথম ইনিংসে বড়সড় লিড নিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। আরও উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ক্যাপ্টেন আয়ুয মাত্রে যদিও দ্বিতীয় ইনিংসে সেট হয়েও নিজের উইকেট দিয়ে আসেন। আপাতত তৃতীয় দিনের শেষে ভারতীয় দল সুবিধাজনক জায়গায় রয়েছে বলাই যায়।
ভারতের ৫৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের যুব দল দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ২৩০ রান তুলে। তৃতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৩৯ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১০১ রানের লিড নিয়ে নেয় ভারত।
ব্রিটিশদের হয়ে প্রথম ইনিংসে ৯৩ রান করেন রকি ফ্লিন্টফ। ক্যাপ্টেন হামজা শেখ করেন ৮৪ রান। একাংশ সিং ৫৯ রান করে সাজঘরে ফেরেন। ৫০ রানের যোগদান রাখেন রালফি অ্যালবার্ট। নয় নম্বরে ব্যাট করতে নেমে জ্যাক হোম ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন।
বল হাতে দুর্দান্ত রেকর্ড বৈভব সূর্যবংশীর
ভারতের হয়ে ৮১ রানে ৩টি উইকেট নেন হেনিল প্যাটেল। ৮১ রান খরচ করে ২টি উইকেট নেন আরএস অম্বরিশ। ৩৫ রানের বিনিময়ে একজোড়া উইকেট তুলে নেন বৈভব সূর্যবংশী। বৈভব সব থেকে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে যুব টেস্টে উইকেট নেওয়ার সর্বকালীন রেকর্ড গড়েন। অর্থাৎ, বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত বৈভব বল হাতে জাতীয় রেকর্ড গড়ে বসেন। এছাড়া ১টি করে উইকেট পকেটে পোরেন দীপেশ দেবেন্দ্রন, মহম্মদ এনান ও বিহান মালহোত্রা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল তৃতীয় দিনের শেষে ৩ উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ২২৯ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে আউট হওয়া বৈভব সূর্যবংশী দ্বিতীয় ইনিংসে ৪৪ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
প্রথম ইনিংসে ১০২ রান করা আয়ুষ মাত্রে দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে ৩২ রান করে আউট হন। তিনি ৫টি চার মারেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন বিহান মালহোত্রা।