এই মুহূর্তে জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এবং সবথেকে জনপ্রিয় জুটি আর্য-অপর্ণার জুটি। প্রতিদিন সন্ধ্যায় এই অসমবয়সী দুই মানুষের প্রেম কাহিনি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শকরা। তবে আগামী দিনে ধারাবাহিকে থাকছে এমন কিছু চমক যা দর্শকদের হৃদস্পন্দন বাড়ানোর জন্য যথেষ্ট।
এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে, আর্য অপর্ণাকে বারবার নিজের ভালবাসার কথা জানানোর চেষ্টা করেও পারছে না। অন্যদিকে অপু অর্থাৎ অপর্ণা আর্যর অতীত নিয়ে ভীষণ চিন্তিত। কিছুদিন আগেই এটি বাড়িতে পুরনো একটি ছবি দেখে অজ্ঞান হয়ে যায় সে। তারপর থেকেই ভালোবাসার মানুষের অতীত জানার জন্য ছুটে বেড়াচ্ছে অপু।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
এই টানাপোড়নের মধ্যেই জি বাংলা তরফ থেকে আনা হলো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রমো। প্রমোয় দেখানো হচ্ছে, একটি ঝড় বৃষ্টির রাতে অপর্ণার সঙ্গে দেখা হয় আর্যর। আর্য কথা বলতে গেলেও অপু কথা বলতে চায় না। তখন শেষমেশ মরিয়া হয়ে আর্য অপুকে নিজের জীবনের সব কথা বলার সিদ্ধান্ত নেয়।
রাজনন্দিনীর কথা জানতে চাওয়ায় আর্য বলে, রাজনন্দিনী হল তাঁর স্ত্রী। ভালোবাসার মানুষের মুখে এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে অপর্ণার মাথায়। সে আর্যকে জিজ্ঞাসা করে, কেন আর্য বলেনি যে সে বিবাহিত? এই কথার উত্তরে আর্য শুধু বলে, সে বিবাহিত ছিল কিন্তু এখন আর নেই।
আর্য যেটুকু বলে, তাতে স্পষ্ট হয় না রাজনন্দিনী আদৌ মারা গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে। তবে আর্য বিবাহিত জেনে কী আর এই সম্পর্কে এগোবে অপর্না? ভালোবাসার মানুষের অতীত কি এতটা সহজেই মেনে নিতে পারবে সে? নাকি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসবে?
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
অন্যদিকে রাজনন্দিনীর পরিণতি আদৌ কি হয়েছিল সেটাও কি জানা যাবে? আগামী দিনে রাজনন্দিনী চরিত্রে অভিনয় করবে কে? রাজনন্দিনী কি পরজন্মের অপু? প্রশ্ন রয়েছে অনেক। উত্তর জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।