মধ্যবিত্ত পরিবারের একাংশদের মনোরঞ্জন মানেই ধারাবাহিক। বাঙালি পরিবারের মা কাকিমারা সন্ধে হতেই বসে পড়েন টিভির সামনে। চলতে থাকে একের পর এক মেগা ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই তৈরি হয় নিত্য নতুন জুটি।
এবার বাংলা টকিজের প্রযোজনায় তৈরি নতুন ধারাবাহিকের জুটি বাঁধতে চলেছেন রাহুল গঙ্গোপাধ্যায় এবং সুদীপ্ত রায়। এর আগে রাহুল ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন, তবে এবার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
অন্যদিকে সুদীপ্তা বহু বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অভিনয়ের পাশাপাশি তাঁর নাচ বারবার প্রশংসিত হয়েছে সকল মহলে। সুদীপ্তার প্রথম ধারাবাহিক ছিল জি বাংলার ‘চোখের বালি’, যেখানে আশালতা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
সুদীপ্তা সর্বশেষ অভিনয় করেছিলেন কালার্স বাংলা চ্যানেলের ‘ফেরারি মন’ ধারাবাহিকে। এবার রাহুলের বিপরীতে অভিনয় করার মাধ্যমে ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি। রাহুল এবং সুদীপ্তা ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুমন বন্দ্যোপাধ্যায় এবং আয়ুষ দাস।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই সমস্ত তারকাদের লুক সেট হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই হবে প্রমো শ্যুটিং। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়ে যাবে ধারাবাহিকের সম্প্রচার। তবে ধারাবাহিকের নাম এখনও ঠিক করা হয়নি।
নতুন ধারাবাহিকের কথা যদি বলতেই হয় তাহলে এক্ষেত্রে বলে রাখা ভালো, কিছুদিনের মধ্যেই জি বাংলায় শুরু হতে চলেছে ‘কনে দেখা আলো’। দুই নববধুর জীবন নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকে অভিনয় করবেন সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত, মৈনাক এবং সোমরাজকে।