২০২৩ সালে কেরালার তরুণ প্রজন্মের ৪ তরুণীর জঙ্গি হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছিল। বাংলাতেও ছবিটি মুক্তি নিয়ে বেশ বাঁধার মুখে পড়তে হয়েছিল পরিচালককে। তবে সবকিছু পেছনে ফেলে ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল। শুধু তাই নয়, ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শকরাও।
কিন্তু ২০২৫ সালে সিনেমাটি জাতীয় পুরস্কার জিততেই ফের তৈরি হয় বিতর্ক। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিটি কীভাবে জাতীয় স্তরের পুরস্কারে পুরস্কৃত হয় তা নিয়ে প্রশ্ন তোলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রশ্ন তোলেন কে সি বিনুগোপালও।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
সিনেমাটি জাতীয় পুরস্কার পেতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘এই সিনেমাটি খুব স্পষ্ট ভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। এই রাজ্যে শিক্ষার আলো যথেষ্ট পর্যাপ্ত।’
মুখ্যমন্ত্রী ছাড়াও এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লেখেন, ‘জাতীয় পুরস্কার নয়, বরং এই সিনেমাটিকে আবর্জনার স্তুপে ফেলে দেওয়া উচিত। এই ছবিটি কেরালার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করেছে। কেরালা কখনওই এই অপমান মেনে নেবে না।’ বিতর্কের মধ্যেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জুরি চেয়ারম্যান তথা পরিচালক আশুতোষ গোয়ারিকর।
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকার চলাকালীন আশুতোষ বলেন, ‘এই সিনেমায় প্রশান্তনু মহাপাত্র সেরা সিনেমাটোগ্রাফি করেছেন। গোটা ছবিতে সিনেমাটোগ্রাফির কাজ ভীষণ রিয়ালেস্টিক মনে হয়েছে সকলের। কোথাও ক্যামেরার কাজ গল্পকে ছাপিয়ে যায়নি। বিষয়বস্তুকে খুব অসাধারণভাবে তুলে ধরা হয়েছিল।’
আশুতোষ আরও বলেন, ‘একটি কঠিন বিষয়কে যেভাবে সিনেমার গল্পের ছলে সকলের সামনে স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছিল তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই ছবিটিকে পুরস্কৃত করা নিয়ে জুড়ি বোর্ডের মধ্যেও নানান আলোচনা করা হয়েছিল। তবে সম্মতি নিয়ে এই ছবিটিকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।’