শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে সারেন কাঞ্চন মল্লিক। এরপর মার্চ মাসে ধুমধাম করে হয় তাঁদের সামাজিক বিয়ে। তবে এটা ছিল কাঞ্চনের তৃতীয় বিয়ে, তাছাড়াও কাঞ্চনের থেকে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। তাই তাঁদের এই নিয়ে নানা সময় নানা কটাক্ষের শিকার হতে হয়। তবে সে সব কখনওই খুব একটা পাত্তা দেননি তাঁরা। তবে এবার এই কটাক্ষ নিয়ে সরব হলেন শ্রীময়ী।
আরও পড়ুন: 'আমি ওঁর বিয়ে ভেঙে দিয়েছিলাম…', প্রেমিক প্রসঙ্গে গোপন কথা ফাঁস করলেন উরফি
ঘটনা কী ঘটেছে?
সোমবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রীময়ী। সেই ছবিতে দেখা যায় তাঁরা একটি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন। তাঁদের পরনে ছিল সৈকত ভ্রমণের উপযোগী পোশাক। ব্রাউন হাফ প্যান্ট ও নীল টি-শার্ট পরেছিলেন কাঞ্চন। অন্যদিকে, শ্রীময়ীর পরনে ছিল একটি ওয়ান পিস। সমুদ্র সৈকত থেকে হাসি মুখে ছবি দিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: চর্চিত বান্ধবী আরজে মাহভাশের খুশির খবরে এ কী মন্তব্য করলেন চাহাল!শোরগোল নেটপাড়ায়
তবে তাঁদের এই ছবি দেখে এক নেটিজেন মন্তব্য করেন, 'বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?' আসলে কাঞ্চন তো কেবল অভিনেতা নন বিধায়কও বটে। আর তাঁর এই প্রশ্নে বেশ বিরক্ত হয়ে শ্রীময়ী লেখেন, ‘আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।’ তবে এরপরও পাল্টা মন্তব্যের ঝড় থামেনি। তবে তাতে পাত্তা দেননি নায়িকা।

কাজের সূত্রে শ্রীময়ীকে শেষ ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। মেয়ে কৃষভি জন্মানোর পর এই মেগা দিয়ে কামব্যাক করছিলেন তিনি। কিন্তু শেষে নানা কারণে মেগা ছাড়েন। তবে শোনা গিয়েছে পুজোয় উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি 'রক্তবীজ ২'-এ নাকি তাঁকে দেখা যাবে। এই ছবিতে কাঞ্চনও রয়েছেন। যদিও কাঞ্চন 'রক্তবীজ'-এও ছিলেন। এছাড়াও সম্প্রতি এক ছবির প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছিলেন তাঁর ছবিতেও খুব তাড়াতাড়ি শ্রীময়ীকে নয়া ভূমিকায় দেখা যাবে।