চলতি বছরের গোড়ার দিকেই শেষ হয়েছিল সারেগামাপা। খুদে এবং বড়দের একসঙ্গে নিয়ে শুরু হয়েছিল সিজন। চলতি বছর ফের শুরু হতে চলেছে সারেগামাপা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অডিশনও। সম্ভবত পুজোর সময় জি বাংলার পর্দায় দেখতে পাওয়া যাবে সারেগামাপা- র আগামী সিজন।
গত বছরে দ্বিতীয় স্থান অর্থাৎ রানার আপ করেছিলেন ময়ূরী। চলতি বছর অডিশন চলাকালীন একটি ভিডিয়ো পোস্ট করেন ময়ূরী। ভিডিয়োয় সারেগামাপা অডিশন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘মস্তিষ্ক উত্তপ্ত হইয়া গিয়াছে আমার! জি বাংলা সারেগামাপাতে কত টাকা নেয়? এটা কোনও কথা????’
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
ময়ূরীর ক্যাপশন দেখে মোটামুটি সকলেই বুঝতে পেরেছিলেন ঠিক কোন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। ভিডিয়োয় ময়ূরীকে বলতে শোনা যাচ্ছে, তিনি যখন সারেগামাপা- এর মঞ্চে ছিলেন তখনও বারংবার তাঁকে মেসেজ করা হয়েছিল, এখনও তাই করা হচ্ছে।
ময়ূরী বলেন, বারবার আমাকে একটাই জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে। হাজার হাজার ফোন আর মেসেজ যাচ্ছে আমার ফোনে। আমি যখন জি বাংলায় ছিলাম তখন এই সমস্ত মেসেজের রিপ্লাই দিতে পারিনি। তবে এখন দেব। প্রত্যেকের একটাই জিজ্ঞাসা, জি বাংলার অডিশন কোন কোন ধাপে দিতে হয়? কত টাকা দিতে হয় মঞ্চে পৌঁছতে?
রাগত স্বরে ময়ূরী বলেন, সত্যি কি আপনারা এটাই জানতে চান? তাহলে শুনুন, জি বাংলা লক্ষ লক্ষ টাকা নেয়। আপনারা চিন্তা করতে পারবেন না তার থেকে ডবল টাকা নেয় এখানে। মানে সত্যিই আপনারা এরকম মনে করেন? জি বাংলা এতটাই গরীব যে আপনাদের থেকে টাকা নেবে? এত বড় একটা চ্যানেল কখনও টাকা নিতে পারে?
ময়ূরী আরও বলেন, আরও একটি কথা সবাই জানতে চান সেটি হলো কোন সোর্স ধরে আমি এখানে পৌঁছেছি? এটা কোনও সোর্সের জায়গা নয়। এখানে সবাই নিজের প্রতিভা এবং যোগ্যতায় আসে। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে নিশ্চয়ই আপনি চান্স পাবেন। না হলে নিজেকে তৈরি করার চেষ্টা করুন।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
সবশেষে ময়ূরী বলেন, এই ব্যাপারটা তারাই বলে যারা অডিশনের সুযোগ পাননি। শুধু তারা নয়, তাদের অভিভাবকদেরও একই কথা। আপনাদের সকলকেই বলছি এই সমস্ত চিন্তা ভাবনা রাখবেন না। অডিশন শুরু হয়ে গেছে তাই নিজেকে প্রস্তুত করুন এবং অডিশন দিন। সবকিছু ঠিক থাকলে নিশ্চয়ই চান্স পাবেন।
ময়ূরীর এই কথায় সহমত পোষণ করেছেন জি বাংলার গত পর্বের বিজয়িনী দেয়াশিনী রায়। কমেন্ট করে তিনি লিখেছেন, কারেক্ট আছে। এছাড়াও বহু মানুষ কমেন্ট করে ময়ূরীর এই কথায় সহমত পোষণ করেছেন। এমন একটি ভিডিয়োর খুব দরকার ছিল বলে মনে করেছেন সকলে।