আর কিছুদিনের মধ্যেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। ৯ বছর আগে নানা কারণে এই ছবি মুক্তি না পেলেও, অবশেষে ১৪ অগস্ট এই ছবি আসছে প্রেক্ষাগৃহে। এর মাঝে আর দেব-শুভশ্রী জুটিকে কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি। তাই এই ছবির জন্য দর্শকরা রীতিমতো মুখিয়ে রয়েছেন। আসলে আজও দর্শকদের মনের উজ্জ্বল এই জুটি। তবে এই দেব-শুভশ্রী যে কেবল পর্দায় তাঁদের রসায়নের জাদু দেখাতো তা কিন্তু নয়। বাস্তবেও তাঁদের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। কিন্তু সেই প্রেম ভাঙে। দু'জনের পথ আলাদা হয়। তারপর রাজ সঙ্গে ঘর বাঁধেন শুভশ্রী, অন্যদিকে, রুক্মিণীর সঙ্গে ভালোবাসায় বাঁধা পড়েন দেব।
আরও পড়ুন: শুভশ্রী নয়, প্রেমিকাকে পাশে নিয়ে ‘গানে গানে’ গাইলেন দেব! ‘ধূমকেতু’ নিয়ে বিশেষ বার্তা দিলেন রুক্মিণী
তবে আবার এই ছবি মুক্তির খবর নতুন করে সব সমীকরণ, নস্টালজিয়া, বিতর্ক, সম্পর্কগুলোকে উস্কে দিয়েছে। তাই এখন বিনোদনের দুনিয়া জুড়ে দেব-শুভশ্রীকে নিয়ে আলোচনার শেষ নেই। পাশাপাশি উঠে আসছে তাঁদের বর্তমান জীবনসঙ্গীদের প্রসঙ্গও। সকলেই জানতে আগ্রহী এই জুটির একসঙ্গে অভিনয় করা শেষ ছবি নিয়ে রাজ চক্রবর্তী বা রুক্মিণী মৈত্ররা কী বলছেন। যদিও রাজ বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন এই ছবি দেখার জন্য তিনি কতখানি উৎসাহী। আর এবার রুক্মিণী মুখ খুললেন ধূমকেতু নিয়ে।
রবিবার একটি ক্লাবের খুঁটিপুজোয় অংশগ্রহণ করে সাংবাদিকদের রুক্মিণী এই প্রসঙ্গে বলেন, ‘আমি ওই পুরো সময়টা দেখেছি। যে ভাবে দেব এই ছবিটার জন্য খেটেছে। এই যে ৯ বছর বা ১০ বছরের অপেক্ষার পর ছবিটা আসছে। কিন্তু সত্যি কথা বলতে ও প্রতিদিন এই ছবিটা নিয়ে বলতো, ভাবত যে কীভাবে ছবিটা রিলিজ করতে পারে। অবশেষে যে অপেক্ষার অবসান ঘটতে চলেছে, এটা এখন আর শুধু ছবি নেই, ইমোশান হয়ে উঠেছে। যেমন দুর্গাপুজো আমাদের কাছে ইমোশান, দেবের কাছে এটা তাই। হয়তো এবছর দেবের কাছে দুর্গাপুজোটা একটু আগে চলে এল। ৯ বছর অপেক্ষা ছিল কিন্তু হয়ে গেল।’
আরও পড়ুন: রাজদীপ জন্মদিনে ত্বণীকে জানালেন না শুভেচ্ছা! সমুদ্রে একা নায়িকা, সত্যি কি প্রেম ভাঙল তাঁদের?
প্রসঙ্গত, দেব এদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে রুক্মিণীর সঙ্গে ‘ধূমকেতু’র সব থেকে চর্চিত ও জনপ্রিয় গান 'গানে গানে যদি আমার মনের কথা…'-এ লিপ মেলান। সেই ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন।