মুম্বইয়ে শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’ কোনও প্রাসাদের চেয়ে কম নয়। ২৫ বছর আগে ১৩ কোটি টাকারও বেশি টাকায় এই বাড়িটি কিনেছিলেন অভিনেতা। তখন এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা স্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। কিন্তু স্ত্রী গৌরী খান ও সন্তানদের সেই স্বপ্নপূরণ করার শপথ নিয়েছিলেন শাহরুখ। কিন্তু জানেন কি, শাহরুখ খানের বাড়ি হওয়ার আগে এই বাড়িই ছিল একটি শ্যুটিং প্লেস? অনেক ছবির ব্যাকগ্রাউন্ডে মন্নত দেখা যায়।
শাহরুখ খানের বাড়ির ভিতরে নাচলেন মাধুরী দীক্ষিত
১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত 'তেজাব' সিনেমায় অভিনয় করেছিলেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। মাধুরীকে নিয়ে চিত্রায়িত 'এক দো তিন' গানটি সে সময় দারুণ হিট হয়েছিল। এই ছবি এবং গান মাধুরীকে রাতারাতি তারকা করে তুলেছিল। নির্মাতারা যখন গানটির সাফল্যের কথা জানতে পারেন, তখন তাঁরা ছবিটি মুক্তির পরে গানটি পুরুষ কণ্ঠেও প্রকাশ্যে আনেন, সেই গানটি অমিত কুমার গেয়েছিলেন এবং এটি শাহরুখ খানের বাংলো মন্নতে শ্যুট করা হয়েছিল। গানের ভিডিয়োতে দেখা যায় মন্নতকে। তবে এই বাড়িটি তখন শাহরুখ খানের ছিল না।
আপনাদের জানিয়ে রাখি, তেজাব ছবিটি অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের কেরিয়ারকে ভিন্ন দিশা দিয়েছিল। এই ছবির গল্প ও অভিনয়শিল্পীদের অভিনয় দর্শকদের বিনোদন দিয়েছে। গানগুলো দারুণ হিট হয়েছিল। ছবিতে কাজ করতে যাচ্ছিলেন নানা পাটেকরও। কিন্তু পারিশ্রমিকের কারণে তাঁর জায়গায় নেওয়া হয় সুরেশ ওবেরয়কে।