বউকে মাঝরাতেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন আদৃত রায়। বরাবরই রকস্টার ইমেজ মিত্তির বাড়ি নায়কের। আর তাই কৌশাম্বিকে জন্মদিনে শুভেচ্ছা জানালেনও কিছুটা সেরকমই ছন্দে।
রাত ১২টা বাজতেই হয় কেক কাটা। আর সেই ছবিই দিলেন আদৃত সোশ্যাল মিডিয়াতে। কৌশাম্বির গায়ে নীল রঙের সরু ফিতের লং গাউন। আর কৌশাম্বির একপাশে আদৃত, অন্যপাশে পোষ্য সারমেয়। যাকে কদিন আগেই বাড়িতে আনেন টলি-দম্পতি। সামনে টেবিলে সাজানো দেখা গেল মোমবাতি আর কেক।
দেখুন সেই পোস্ট-

২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন আদৃত ও কৌশাম্বি। সদ্য বিয়ের প্রথম জন্মদিন সেলিব্রেট করেছেন দুজনে। আদৃত-কৌশাম্বির প্রেমের সূত্রপাত হয়েছিল মিঠাই ধারাবাহিকে কাজ করার সময়তে। সেখানে আদৃতের অনস্ক্রিন দিদির চরিত্রে দেখ যায় কৌশাম্বিকে। পর্দার দিদি-ভাই বাস্তবে মন দিয়ে বসেন একে-অপরকে। আর তারপর একাধিক ট্রোলিং, কটাক্ষকারীদের বুড়ো আঙুল দেখিয়ে একেবারে ধুমধাম করে হয় বিয়ে। গাঁটছড় বাঁধার পর, দুজনে হানিমুনে গিয়েছিলেন গোয়া-তে।
আপাতত কৌশাম্বি ব্যস্ত দু দুটো মেগার কাজে। তাও আবার একটি স্টার জলসায়, অপরটি জি বাংলাতে। বিগত বছর দেড় ধরেই ফুলকি-তে পারোমিতা চরিত্রে দেখা যাচ্ছে কৌশাম্বিকে। তবে বর্তমানে তিনি বেশি সাড়া ফেলেছেন গৃহপ্রবেশ দিয়ে। যেখানে কৌশাম্বির চরিত্রের নাম মোহনা। গ্রে শেডের এক সাইকো মহিলার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী এখানে। যেখানে এক বিবাহিত পুরুষকে সে ভালোবেসে ফেলে। যদিও সেই সময় নায়ক (আদৃত) স্মৃতি হারিয়েছল। ফলে জানত না মোহনা যে তার ভালোবাসার মানুষের স্ত্রী-ছেলে রয়েছে। কিন্তু দেখা যায় পরে, গৃহপ্রেবেশের নায়কের বাস্তব জীবন জানার পরেও, মানতে রাজি নয় মোহনা। যেনতেন প্রকারে নিজের ভালোবাসাকে হস্তগত করতে বদ্ধপরিকর।
কৌশাম্বি অনেক অল্পবয়সেই কাজ শুরু করে টলিউডে। স্টার জলসার ‘বিধির বিধান’ (২০১২) সিরিয়ালের প্যারালাল লিড হিসাবে অভিনয়ে হাতেখড়ি। স্কুলজীবন থেকেই অভিনয়ের জগতে তিনি। তবে অভিনেত্রীর বয়স বর্তমানে মাত্র ২৯ বছর (জন্মসাল- ১৯৯৬)। কাজের দিক থেকে না হলেও, বয়সে বড় আদৃতই। ১৯৯২ সালের ২৫শে মে জন্ম আদৃতের। অর্থাৎ গিন্নির থেকে বয়সে সে ৪ বছরের বড়।
আদৃত ছোট পর্দায় মিঠাইপ্ দিয়ে জনপ্রিয়তা পেলেও, শুরুটা হয়েছিল সিনেমা দিয়েই। প্রথম কাজ ২০১৮ সালে নূর জাহান-এ। তারপর প্রেম আমার ২, পরিণীতা, পাসওয়ার্ডে কাজ করেন আদৃত। মাঝে মিঠাই-এর পর পাগল প্রেমী নামে একটি সিনেমার শ্যুটিংও করেন আদৃত, যার প্রযোজক ছিল এসভিএফ। তবে কিছু জটিলতার কারণে পোস্ট প্রোডাকশন স্টেজেই আটকে আছে সিনেমাটি। মুক্তির কোনো খবর নেই।