রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতার কথা নিশ্চয়ই মনে আছে সকলের। কিন্তু আপনি কি জানেন, এই কবিতা অবলম্বনে ১৯৫৩ সালে বিমল রায় তৈরি করেছিলেন ‘দো বিঘা জমিন’। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের প্রেক্ষাপট এই ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন পরিচালক।
শুধু ভারতে নয়, সেই সময় আন্তর্জাতিক স্তরেও এই ছবিটি প্রশংসিত হয়েছিল। ফিল্মফেয়ার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র হিসাবে পুরস্কার জিতে নিয়েছিল এই ছবিটি। এত বছর পর আবার সেই ইতিহাস ফিরে আসতে চলেছে। চলতি বছর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফের প্রদর্শিত হবে বিমল রায় পরিচালিত ছবি ‘দো বিঘা জমিন’।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
২০২৫ সালে ৮২ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটির সংরক্ষিত ভার্সন প্রদর্শিত হবে। কিছুদিন আগেই পরিচালকের ১১৬ তম জন্মবার্ষিকীতে এই ছবি প্রদর্শনের কথা ঘোষণা করা হয়েছিল। আগামী ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা ভেনিস চলচ্চিত্র উৎসবে এই স্পেশাল স্ক্রিনিং চলাকালীন উপস্থিত থাকবেন বিমল রায়ের মেয়ে রিঙ্কি রায় ভট্টাচার্য, অপরাজিতার আইসিংহ এবং ছেলে জয় বিমল রায়।
প্রসঙ্গত, বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ সেই সময় বহু পরিচালককে প্রভাবিত করেছিল। শুধু এই ছবি নয়, পরিচালকের হাত ধরে তৈরি হয়েছিল ‘দেবদাস’, ‘মধুমতী’, ‘সুজাতা’ এবং ‘বন্দিনী’-এর মতো একাধিক ছবি। শুনলে অবাক হয়ে যাবেন, পরিচালকের হাত ধরে যারা মুম্বইতে নিজের পরিচিতি গঠন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ঋত্বিক ঘটক।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
সিনেমাটির আন্তর্জাতিক স্তরে প্রদর্শনীর কথা শুনে কবিতাথা গীতিকার গুলজার সাহেব বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। এই সিনেমাটি ভারতীয় ছবিকে অন্য দিশা দেখিয়েছিল। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে ভীষণ গর্ববোধ হচ্ছে।’'