Bengaluru Street Dog Project: ৫০০০ পথকুকুরদের রোজ মাংস-ভাত খাওয়াবে বেঙ্গালুরু প্রশাসন! দেবে টিকাও, কেন এই উদ্যোগ? Updated: 14 Jul 2025, 08:34 PM IST Sanket Dhar Bengaluru Street Dog Project Reason: শহর জুড়ে তৈরি হয়েছে আটটি বিশেষ সেন্টার। সেখানে নিয়ে যাওয়া হবে সমস্ত পথকুকুরদের। বছরভর তারা খাবার, টিকা ও ওষুধ পাবে। এমন উদ্যোগ নেওয়ার কারণও জানিয়েছে প্রশাসন।