Indian Content Creators Income: হাজার খেটেও অধরা টাকা, দেশের ৪৫ লাখ কন্টেন্ট ক্রিয়েটরের আয় তলানিতে! কারণ জানাল সমীক্ষা Updated: 14 Jul 2025, 09:21 PM IST Sanket Dhar Indian Content Creators Income Falling: দেশজুড়ে রয়েছেন ৩০ থেকে ৪৫ লাখ কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু অধিকাংশই মানিটাইজ করতে পারছেন না তাদের কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েটরদের হালহকিকত এবার প্রকাশ্যে আনল এক সমীক্ষা।