তিন মাসের মধ্যেই ফের একটা মেজর ফাইনালে পৌঁছানোর সুযোগ চলে এসেছে চেলসির সামনে, তবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল আর চেলসির মাঝে বাধা ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এই ক্লাবেই খেলেন ব্রাজিলেয়র বর্ষিয়ান ফুটবলার থিয়াগো সিলভা। আজ নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মাঠে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেলসি এবং ফ্লুমিনেন্স।
মে মাসের শেষেই রিয়াল বেতিসকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল চেলসি। প্রিমিয়র লিগে তাঁরা চতুর্থ স্থানে শেষ করায় পরের বছর তাঁরা চ্যাম্পিয়ন্স লিগে ফের ফিরতে চলেছে। ফিফা ক্লাব বিশ্বকাপে এবারে চেলসি রয়েছে বেশ ভালোই ছন্দে। মানে বোঝাই যাচ্ছে না, যে তাঁরা ইপিএলের চার নম্বরে থাকা দল। এনজো মারেস্কার দল এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে ছুটছে অশ্বমেধের ঘোড়ার মতো। এই প্রতিযোগিতায় মুলত তরুণ ব্রিগেড নিয়েই খেলছে চেলসি, তাই গোটা মাঠই দৌড়ে বেড়াচ্ছে দলের ফুটবলাররা।
সেমিফাইনালে নামার আগে মারেসকা বলছেন, ‘ম্যাচে কোনও দল সুবিধা পেতে পারে, আবার নাও পেতে পারে। আমরা একটা মরশুম কাটাচ্ছি ইপিএলের তরুণতম দল নিয়ে, আর আমরা ম্যাচও জিতে দেখিয়েছি। এই প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচেও একইরকম হবে। আমরা প্রতিযোগিতার সব থেকে তরুণ বা দ্বিতীয় তরুণতম দল, আর আমাদের মুখোমুখি বর্ষিয়ান এক ব্রিগেড ’।
ব্রাজিলের চারটি দল এবারে ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউটে এসেছিল, এর মধ্যে ২টি দল কোয়ার্টারে আসে। সেখান থেকেই ফ্লুমিনেন্স এসেছে সেমিতে। এর আগে কোয়ার্টারে চেলসি পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল। সেদিক থেকে দেখতে অবশ্য ফ্লুমিনেন্স দল তুলনামুলকভাবে বেশি শক্তিশালী। শেষ ১১ ম্যাচে তাঁরা সমস্ত প্রতিযোগিতা মিলে, অপরাজিত রয়েছে।
ব্রাজিলের দলটির গোলকিপার ৪৪ বছর বয়সী ফ্যাবিও। আর ডিফেন্স লাইনের প্রাণ ভোমরা থিয়াগো সিলভা, শেষ যে কটা ম্যাচে তাঁরা অপরাজিত রয়েছেন, সেখানে মাত্র ৫ গোল হজম করেছে তাঁরা। ম্যাচের আগে ফ্লুমিনেন্সের কোচ গচো বলছেন, ‘আমরা চেলসিকে সম্মান দিয়েই বলছি, আমরা এখানে থেমে থাকতে চাই না। আমরা সেটাই করব, যেটা আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, ট্যাকটিকালি করতে পারে। আমরা আমাদের সর্বচেষ্টাই করব, নিজেদের সেরাটা দেব। অনেকেই শুরুতে ভেবেছিল আমরা পারব না, কিন্তু সেমিফাইনালে কিন্তু আমরা পৌঁছে দেখিয়েছি ’।
২০২৩ ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে ০-৪ গোলে হারতে হয়েছিল তাঁদের । ২০২১ সালে চেলসি শেষবার এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই দলের তেমন কোনও ফুটবলারই আর এই দলে নেই। চেলসির লিয়াম দেলাপ এবং ডিফন্ডার লেভি কোলউইল এই ম্যাচে খেলতে পারবেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।