সম্প্রতি নীরজ চোপড়া ক্লাসিক নামাঙ্কিত প্রতিযোগিতায় নেমে সোনার পদক জিতেছেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ। এটাই ছিল নিজের নামাঙ্কিত প্রতিযোগিতার প্রথম সংস্করণ। আর সেখানে নেমেই তিনি সোনা জয় করেন। যদিও টোকিও অলিম্পিক্সের সোনাজয়ীকে একটা বিষয় এখনও আঘাত করে চলেছে। দুটি অলিম্পিক্সে পরপর পদক পেলেও নীরজ এখনও ঠিকঠাকভাবে অর্থাৎ ধারাবাহিকতার সঙ্গে ৯০ মিটার মার্ক ছুঁতে পারছেন না। চলতি বছরে একটি ইভেন্টে ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেছিলেন নীরজ। তবে এরপর আর সেই মার্ক ছুঁতে পারেননি হরিয়ানার থেকে উঠে আসা এই তারকা।
এবার নিজেই নিজের ভুল ধরলেন নীরজ। নয়া কোচ আসার পর তাঁর টেকনিক্যাল দিকগুলোয় আরও উন্নতি করতে পেরেছেন চোপড়া। তিনি বলছেন, ‘আমি ইতিমধ্যেই আমার ত্রুটির জায়গাগুলো চিহ্নিত করেছি। আমি থ্রোয়িং করার জন্য একটু বাঁদিকে ঝুঁকে যাচ্ছি। সেটা নিয়েই কাজ করতে হবে আরও। ট্রেনিংয়ের সময় এটা আমি করি না। কিন্তু প্রতিযোগিতার সময় এটা হয়ে যায়, কারণ আমি বাড়তি তাগিদ দিয়ে থ্রো করার চেষ্টা করি ’।
নীরজ আরও বলছেন, ‘ আমি ৯০ মিটার দূরত্বে এবারে থ্রো করেছি। কিন্তু আমায় আরও ধারাবাহিক হতে হবে। আমি বারবারই ৮৮-৮৯ মিটারের কাছাকাছি পৌঁছাচ্ছি, যদিও আমার কোচ তাতেই খুশি। কিন্তু আমায় আরও ধারাবাহিক হতেই হবে ’। সেপ্টেম্বরে টোকিওতে বিশ্বচ্যাম্পিয়নশিপে নামার আগে প্রেগে প্রায় ২ মাস অনুশীলন করতে চলেছেন ভারতের এই তারকা থ্রোয়ার। তিনি জানাচ্ছেন, ‘এবার আমার পাখির চোখ বিশ্বচ্যাম্পিয়নশিপ, সেখানেও আমি জিততে চাই। তার আগে আমি আর কোচ সিদ্ধান্ত নেব প্রস্তুতির জন্য আর কোন ইভেন্টে খেলা যায় ’।
নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্টে ৮৬.১৮ মিটার দূরত্বে থ্রো করেই সোনার পদক জিতে নেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ফলে গতদুবার অলিম্পিক্সে যে থ্রো করেছিলেন তিনি, তার থেকে নিজের নামাঙ্কিত প্রতিযোগিতায় নেমে বেশ খানিকটা কম দূরত্বেই থ্রো করেন চোপড়া। যদিও তাতে তাঁর জয় আটকে থাকেনি, সোনার পদকই জেতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।