প্রেম বা বিয়ের ক্ষেত্রে অনেকেই মনের মিলকে প্রাধান্য দিয়ে থাকেন। তা না হলে সেই সম্পর্ক বা বিয়ে ভেস্তে যাওয়ার পুরোদস্তুর আশঙ্কা থাকে। আর এই কারণেই কিছু রাশির মধ্যে প্রেম বা বিয়ের সম্পর্ক গড়ে ওঠা বেশ কঠিন হয়ে পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে, কিছু রাশির মধ্যে প্রায়ই অশান্তি বা মনোমালিন্য লেগে থাকে। এই কারণে তাদের সম্পর্ক দ্রুত অবনতির দিকে এগোয়। রাশি মিলিয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে এই ধরনের সমস্যার আশঙ্কা অনেকটাই কমে যায়।
আরও পড়ুন - হাত থেকে টাকা অকাতরে বেরিয়ে যাচ্ছে? খেতে বসে এই ভুল করাই হতে পারে কারণ
কোন কোন রাশির মধ্যে মনোমালিন্যের আশঙ্কা বেশি?
- মেষ ও কর্কট রাশির মধ্যে ছোটখাটো ব্যাপারে প্রায়ই খিটিমিটি লেগে থাকে। তাই এদের মধ্যে কিছুটা আত্মাভিমানও কাজ করে। যা বন্ধুত্বের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
- তুলা ও মকর রাশির মধ্যে দাম্পত্য অশান্তির আশঙ্কা প্রবল। জ্যোতিষশাস্ত্র মতে, বৈবাহিক সম্পর্ক হলেও সমস্যা কিছু না কিছু তাই লেগেই থাকে।
- বৃষ ও সিংহ রাশির মধ্যে প্রেমের সম্পর্ক হলেও নানা ছোটখাটো কারণে ভুল বোঝাবুঝির আশঙ্কা বেশি। এই দরনের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সম্পর্ক একসময় দুর্বলও হয়ে যেতে পারে।
আরও পড়ুন - অর্থাভাব হবে না কাজ না থাকলেও! কাক দেখলেই করুন এই কাজ, তুষ্ট হবেন দণ্ডনায়ক শনিও
- ধনু ও মকর রাশির মধ্যে প্রায়ই শত্রুতার সম্পর্ক দেখা যায়। এক পক্ষ আরেক পক্ষের উন্নতি সহ্য করতে পারে না। পাশাপাশি অন্যের উন্নতি হলে তাঁর ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগে যায়। তাই এই দুই রাশির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা বেশ কঠিন হয়ে পড়ে।
- বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশির বৈবাহিক সম্পর্ক হলেও তা একেবারে কন্টকমুক্ত হয় না। বরং নানা দ্বন্দ্ব ও অশান্তি মাঝে মাঝেই লেগে থাকে। তৃতীয় ব্যক্তির কথায় বিশ্বাস করে দুজনেই বেশি বেশি করে অশান্তিতে জড়িয়ে পড়েন।
- কন্যা ও মিথুন রাশির মধ্যে সম্পর্ক হলে নানা কারণে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো নাও মিটতে পারে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।