গত জুন মাসে মুক্তি পেয়েছিল সরলাক্ষ হোমস ছবির অফিসিয়াল টিজার। এবার মুক্তি পেলে ছবি ট্রেলার। রহস্য রোমাঞ্চে ভরা এই ট্রেলার দেখে মুগ্ধ দর্শকরা। কী রয়েছে ট্রেলারে?
ট্রেলার শুরু হতেই দেখা দিয়েছে একটি অন্ধকার বাড়ি, যার পরতে পরতে রয়েছে রহস্য। বাড়িতে কোনও অশরীরী আত্মার প্রভাবে নাকি হচ্ছে মৃত্যু। অন্যদিকে কেউ কেউ আবার দাবী করছে, জঙ্গলে হিংস্র পশুর আঘাতে মৃত্যু হচ্ছে। তাহলে আসল খুনি কে?
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
এরপরই রহস্য সমাধানের জন্য ডাক আসে সরলাক্ষ হোমসের। আসল খুনিকে কী ধরতে পারবেন তিনি? বিদেশের মাটিতে তদন্ত করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হবেন তিনি? প্রাণসংশয় হবে কি? সবটাই জানা যাবে ছবি মুক্তি পেলে।
বইয়ের পাতা থেকে উঠে আসা এই চরিত্র আদৌ কতটা মন কাড়তে সক্ষম হবে? ট্রেলার দেখে আপাতদৃষ্টিতে মানুষ সন্তুষ্ট হলেও এই ছবিটি দর্শকদের কথাটা আকর্ষণ করতে পারবে সেটা ছবি মুক্তি হলেই বোঝা যাবে। তবে বিদেশি গোয়েন্দাকে বাঙালি সাজে দেখে বেশ উত্তেজিত সকলে।
সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সরলাক্ষ হোমস’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ঋশভ বসু। শার্লক হোমসের বাংলা অনুবাদ করা হয়েছে বলে নামটিও পাল্টে দেওয়া হয়েছে ছবিতে। ছবির কাহিনী অনুযায়ী ব্রিটিশরা সরলাক্ষ নাম উচ্চারণ করতে পারেন না বলেই তাঁরা শার্লক নামটি উচ্চারণ করেন।
উল্লেখ্য, লন্ডনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবিটি। একটি খুনের কিনারা করতে ডেকে আনা হয় সরলাক্ষকে। গৌরবের কাকার রহস্যময় খুনের তদন্ত করবেন গোয়েন্দা। তবে কাজটা এত সহজ হবে তা মনে হয় না, ছবির প্রতিটি মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা এবং দুরন্ত অ্যাকশন।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
ছবিতে ঋশভ ছাড়া অভিনয় করছেন রাজনন্দিনী পাল, কাঞ্চন মল্লিক, অর্না মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র সহ আরও অনেকে। বহুদিন বাদে সাহিত্যের পাতা থেকে এমন একটি গোয়েন্দা চরিত্র সিনেমার পর্দায় উঠে আসায় বেশ খুশি দর্শকরা।