৪ অগস্ট ছিল 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চে প্রায় ১০ বছর পর এক সঙ্গে দেখা গিয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁদের গলায় কখনও ধরা পড়েছিল অভিমান, আবার দেব ফ্লার্টও করেন কখনও। সব শেষে তাঁরা একে-অপরের সঙ্গে নাচ করেন। তাঁদের এই অনুষ্ঠান ঘিরে তোলপাড় হয় স্যোশাল মিডিয়া। আর তার মধ্যেই রাজ চক্রবর্তীর প্রাক্তন শতাব্দী মিত্র একটি ফেসবুক পোস্ট করেন।
শতাব্দী লেখেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’
আরও পড়ুন: ‘অভিনেতাদের মধ্যে রাজনীতির রং আসা উচিত নয়…’, তৃণমূল সাংসদ শতাব্দী রায় হঠাৎ কেন এমন বললেন?
আর এবার নাম না করেই শতাব্দীর সেই কথার জবাব দিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘না, বুকের বাঁ দিকটা ওঁর চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি। ওঁর নাম রাজ চক্রবর্তী। তিনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও। শুধুই নিজের নির্বাচনী এলাকার মানুষদের নয়, নিজের পরিবারেরও যত্ন নিতে জানেন। রাজ চেনেন তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজই ওঁর বৌয়ের সব চেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা, ‘চিয়ার লিডার’।’
আরও পড়ুন: মুক্তির আগেই বাংলার বক্সঅফিসে বড় রেকর্ড 'ধূমকেতু'র! দেশব্যাপী কবে মুক্তি পাবে দেব-শুভশ্রীর এই ছবি?
তিনি আরও লেখেন, ‘ভুলে যাবেন না, দেব-শুভশ্রী দু’জনেই পেশাদার। ওঁরা কাজ করে নিজের বাড়ি ফেরে। আমার বোন কারও বৌ। দুই সন্তানের মা। দেব তেমনই কারও সন্তান। কারও প্রেমিক। আজ এই বয়সে এসে ওরা দু’জনেই জানে, কোথায় সীমা টানতে হয়। তাই রাজের বুকে চিনচিনে ব্যথা হয় না। বরং গর্বে ফুলে ওঠে।’
এরপর শুভশ্রীর সবদিক সামলে চলার নেপথ্যে রাজের কতটা অবদান রয়েছে সেই কথা ভাগ করে নিয়ে দেবশ্রী বলেন, 'সংযত, সুশৃঙ্খল জীবনযাপন, স্বামী-সন্তান আর নিজের কাজের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, সবটাই আমার ভগিনীপতির মতো বর পেয়েছে বলেই শুভ পারে। সব কিছু দু’জনে ভাগ করে নেয়। আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী রাজ চক্রবর্তী।'
প্রসঙ্গত, ২০০৬ সালে শতাব্দী মিত্রর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ। সেই সময় সাফল্য তাঁর হাতের মুঠোয় ধরা দেয়নি। তবে এরপর রাজ টলিউডে জায়গা করে নেন। কিন্তু চিড় ধরে তাঁর বৈবাহিক সম্পর্কে। ২০১১ সালে ডিভোর্স হয় রাজ-শতাব্দীর। এরপর রাজের জীবনে আসেন পায়েল, মিমি, শুভশ্রী! সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে করেন রাজ। বর্তমানে তাঁরা দুই সন্তানের মা-বাবা।