Palmistry Fate Line: সমুদ্রশাস্ত্র বা হস্তরেখা বিদ্যায় হাতের রেখা দেখে ভাগ্য, স্বাস্থ্য, এবং আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা করা যায়। মহিলাদের হাতে সম্পদ আসার বা আর্থিক সমৃদ্ধি লাভের জন্য ভাগ্যরেখা (যা শনি রেখা নামেও পরিচিত) এবং অন্যান্য কিছু রেখার নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখা হয়।