নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যে চলেছে বৃষ্টিপাত। যার ফলে জল জমে যাওয়া, রাস্তা ভেঙে যাওয়া এবং স্লো ড্রেনেজ সমস্যায় ভোগান্তির মধ্যে পড়েছে উত্তর ও পূর্ব কলকাতা। তার ওপর আগামী সময়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিকাশি বিভাগের সমস্ত কর্মী ও আধিকারিকের ছুটি বাতিল করে দেওয়া হল। সূত্রের খবর, অন্তত অক্টোবর পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: পরিস্রুত পানীয় জল সরবরাহে বড় উদ্যোগ KMC-র, ৩৫০ কোটি খরচে বসছে পাইপলাইন
পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শুধু বর্ষার জের নয়, সামনে রয়েছে মুখ্যমন্ত্রীর শহরজুড়ে মিছিল ও ২১ জুলাইয়ের সমাবেশ। এই দুই রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করেও বাড়তি চাপ রয়েছে প্রশাসনের উপর। পাশাপাশি রয়েছে আবহাওয়া দফতরের সতর্কবার্তা রয়েছে ফের ভারী বৃষ্টি হতে পারে। এই সব চ্যালেঞ্জ সামলাতেই ছুটি বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, শহরের যেসব এলাকায় জল জমার প্রবণতা বেশি, সেই এলাকাগুলিতে ইতিমধ্যেই প্রায় ১০০০ শ্রমিক মোতায়েন করা হয়েছে। তাঁদের ছোট ছোট দলে ভাগ করে নজরদারির দায়িত্বে রয়েছেন প্রায় ১০০ জন ইঞ্জিনিয়ার। পাশাপাশি, ২৪ ঘণ্টা ধরে চালু রাখা হয়েছে শহরের সমস্ত নিকাশি পাম্পিং স্টেশন। তবে এত ব্যবস্থা নেওয়ার পরেও সম্প্রতি বিধান সরণি, আমর্হাস্ট স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া এবং মুক্তারামবাবু স্ট্রিটে একাধিকবার জল জমার ছবি ধরা পড়েছে।
পুরসভার এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, এই অঞ্চলগুলো একটু নিচু, ফলে অল্প বৃষ্টিতেই জল জমে যায়। তবে ৫-৬ ঘণ্টার মধ্যে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরেও আধিকারিকদের উদ্বেগ, সব ব্যবস্থা নেওয়া সত্ত্বেও পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাঁদের হাতে নেই। অতিরিক্ত পাম্প তৈরি আছে, টিমও রেডি। এখন দেখার এই সিদ্ধান্তের ফলে দুর্ভোগে কতটা কমতে চলেছে।