ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠল একটি নামকরা ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুলের প্রিন্সিপালকে ছাত্রীদের অশালীন মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত প্রিন্সিপালকে শনিবার গ্রেফতার করার পাশাপাশি তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। রবিবার তাঁকে আলিপুর আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: বারুইপুরের কোচিং সেন্টারে খুনের হুমকি, নাবালিকা ছাত্রীকে ধর্ষণ! গ্রেফতার শিক্ষক
একাধিক অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে এক অভিভাবক পুলিশে জানান, স্কুলের প্রিন্সিপাল তাঁর মেয়েকে বারবার অস্বস্তিকর মেসেজ করছেন। পরবর্তীতে আরও কয়েকজন অভিভাবক এগিয়ে আসেন এবং প্রায় একই ধরনের অভিযোগ করেন। তাদের বক্তব্য, প্রিন্সিপাল ছাত্রীদের ব্যক্তিগত নম্বর সংগ্রহ করে রাত-দিন অপ্রাসঙ্গিক ও অশালীন বার্তা পাঠান। এমনকি, স্কুল প্রাঙ্গণেও ছাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো বলে অভিযোগ রয়েছে। একজন অভিভাবক বলেন, প্রিন্সিপাল তাঁর মেয়েকে বারবার অশ্লীল মেসেজ করতেন। মেয়ের পরীক্ষা চলায় তিনি চুপ ছিলেন। কিন্তু এবার আর সহ্য করা যায়নি। অন্য এক অভিভাবক দাবি করেন, শুধু ছাত্রীদেরই নয়, কয়েকজন ছাত্রীর মাকেও তিনি অশ্লীল মেসেজ করতেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল, ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও বিবৃতি দেয়নি। তবে একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতদিন ধরে অভিযোগ উঠছিল, এখন আইন তার কাজ করুক। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশু সুরক্ষা আইনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ওই স্কুলে দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল হিসেবে রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।