স্টার জলসায় এক সপ্তাহ হয়েছে সবে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ শুরু হয়েছে। আর এবার এসবের মধ্যেই স্টার জলসা ফের নতুন মেগার ঘোষণা করল। আসছে নতুন ধারাবাহিক ‘কম্পাস’। মেগার প্রোমোতে যদিও কেবল নায়িকার ছবি সামনে এসেছে। কিন্তু ধারাবাহিকের নায়ককে প্রোমোতে দেখা না গেলেও জানা গিয়েছে তিনি কে।
আরও পড়ুন: সোহিনী-শোভনের প্রথম বিবাহবার্ষিকী!অভিনেত্রী স্ত্রীর থেকে বয়সে কত ছোট গায়ক ?
তিনি স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিকের নায়ক। যদিও সেই ধারাবাহিক বেশ কয়েক মাস হল শেষ হয়ে গিয়েছে। তবে সেই মেগায় দু'জন নায়ক ছিলেন। তাঁদের মধ্যে একজন ইতিমধ্যেই ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে রয়েছেন। আর একজনকে এই মেগায় নায়িকা পর্ণা চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে। আন্দাজ করতে পারছেন তিনি কে? হ্যাঁ একদম ঠিক ভেবেছেন। তিনি হলেন অর্কপ্রভ রায়। আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তাঁকে 'কম্পাস' ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: 'আমাদের দু’জনের…', সুস্মিতার সঙ্গে প্রেমের কথা উঠতেই যা বললেন সাহেব, জানালেন বিয়ের পরিকল্পনা?
এর আগে অর্কপ্রভকে স্টার জলসার দুই জনপ্রিয় মেগায় দেখেছিলেন দর্শকরা। একটি হল 'তোমাদের রাণী', আর একটি হল 'দুই শালিখ'। ‘দুই শালিখ’-এর অন্য এক নায়ক সায়ন বোসকে ইতিমধ্যেই ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে দেখছেন দর্শকরা। আর এবার অর্কপ্রভকেও খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় দেখা যাবে।
আরও পড়ুন: ভিডিয়ো কলে মহিলার সঙ্গে যৌনতা! জনপ্রিয় নায়কের গোপন ভিডিয়ো ফাঁস
তাছাড়াও এই মেগায় বড় বউয়ের ভূমিকায় থাকছেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। তাঁকে এর আগে ‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের নায়িকা ‘সোহাগ’ ভূমিকায় দেখেছিলেন দর্শকরা। আনন্দবাজার ডট কমের একটি প্রতিবেদন অনুসারে সব ঠিক থাকলে চলতি মাসের শেষে অথবা আগামী মাসে ছোট পর্দায় সম্প্রচার শুরু হবে এই মেগার। তবে এই মেগা ছাড়াও ‘লক্ষ্মী ঝাঁপি’ মেগার প্রোমো প্রকাশ্যে এসেছিল। তবে সেই মেগা কবে শুরু হবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, স্টার জলসার তরফে শেয়ার করা 'কম্পাস'-এর প্রোমোতে দেখা যায়, কলেজের ভিতরের একটা দৃশ্য। রোলার স্কেটে করে এন্ট্রি নিচ্ছে এক মেয়ে। অবশ্য গতে বাঁধা নায়িকাদের মতো দেখতে নয় তাকে। ছোট-ছোট ববকাট চুল, চোখে কালো ফ্রেমের চশমা, গায়ে সোয়েটার, গলায় মাফলার। মুখে মেকআপের লেশমাত্র নেই। এমনকী, লিপস্টিকও নয়। বোঝাই গেল এক টমবয় মেয়ের গল্পই থাকছে এই মেগায়। তবে গল্প কেমন হবে তা স্পষ্ট নয় ১০ সেকেন্ডের প্রোমো থেকে।