এই মুহূর্তে টলিউডের সব থেকে মিষ্টি অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। কিছুদিন আগেই জন্মদিন পালন করলেন হবু স্বামীর সঙ্গে। মাঝেমধ্যেই তিনি ইনস্টাগ্রামে করেন থাকেন ফটোশুটের ছবি পোস্ট। তবে এবার বেশ একটি মজাদার ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী।
ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, আপনাদের সবার কথামতো আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। তবে এখানে অনেক প্রশ্ন ছিল যার ফলে আমাকে হয়তো আরও বেশ কয়েকটি রিল তৈরি করতে হবে। তবে এই পোস্টে যাদের প্রশ্নের উত্তর দিলাম তারা অবশ্যই নিজেকে ট্যাগ কর।
আরও পড়ুন: মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফ, এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা তথা প্রযোজক ধীরজ কুমার
ভিডিয়ো শুরু হতেই প্রথম প্রশ্ন ভেসে ওঠে স্ক্রিনে। প্রথম প্রশ্নটি ছিল, কলকাতায় অভিনেত্রীর প্রিয় জায়গা কোনটি। উত্তরে অভিনেত্রী বলেন, কলকাতায় সব থেকে প্রিয় জায়গা হল তাঁর বাড়ি, কারণ সেখানে তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল বিয়ে কখন করছো? উত্তরে মজার ছলে একটি সময়ের কথা উল্লেখ করেন তিনি।
দ্বিতীয় প্রশ্নে অভিনেত্রীকে ‘হট’ বলে অভিহিত করলে তিনি বেশ মজার অঙ্গভঙ্গি করেন। চতুর্থ প্রশ্নের অভিনেত্রীর বয়ফ্রেন্ড আছে কিনা জিজ্ঞাসা করায় তিনি বলেন, অবশ্যই আছে এবং সে পৃথিবীর সবথেকে সেরা বয়ফ্রেন্ড। পঞ্চম প্রশ্নের জয় মা তারা লেখায় ঋতাভরীও বলে ওঠেন জয় মা তারা। জয় মা কালী।
পঞ্চম প্রশ্নে অভিনেত্রীর বগল দেখতে চাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, আপনি কোন ব্যান্ডের গাঁজা খান বলুন তো? এরপর আসে ষষ্ঠ প্রশ্নের পালা। অভিনেত্রীকে নিজের খুব কাছের মানুষ বলায় তিনি আপ্লুত হন।
সপ্তম প্রশ্নে ফের যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কবে বিয়ে করবেন? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আপনাকে তো নেমন্তন্ন করব না কি হবে জেনে? অষ্টম প্রশ্নের হেনরি সেভিল ও ডেভিড করিয়েনসোয়েট - এর মধ্যে একজনকে বেছে নিতে বলায় তিনি বলেন আমার বেছে নিয়ে তো কোনও লাভ নেই, কারণ ওরা আমায় বেছে নেবে না।
নবম প্রশ্নে এক ভক্ত অভিনেত্রীর অটোগ্রাফ চাওয়ায় তিনি বলেন, অবশ্যই অটোগ্রাফ দেবো কিন্তু সঙ্গে এক কাপ কফিও হয়ে যাক। দশম প্রশ্নে Squid Game S3 - এর শেষের দৃশ্য সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, আপনি কি দেখেছেন শেষটুকু? একেবারে জঘন্য।
আরও পড়ুন: এই প্রথম খলনায়িকার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে, প্রকাশ্যে এল অভিনেত্রীর 'রাজমাতা' লুক
আরও পড়ুন: চোখের তলায় কালি, অপরিচ্ছন্ন বেশ, স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রীর এ কী হাল!
দশম প্রশ্নে এক ভক্ত লেখেন, আপনার সঙ্গে অনেকবার দেখা করার চেষ্টা করেছি কিন্তু আপনি বারবার চলে(লেফট হয়ে) গেছেন। প্রশ্নের উত্তরে ঋতাভরী বলেন, আমি লেফট নই আমি সব সময় রাইট। একাদশ প্রশ্নে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় এই বছরের জন্মদিনের সেরা উপহার কি। উত্তরে তিনি কচিকাঁচাদের সঙ্গে কাটানো জন্মদিনের মুহূর্ত শেয়ার করেন।
দ্বাদশ প্রশ্নে তাঁকে জিজ্ঞাসা করা হয়, নায়িকা স্কিনকেয়ার করেন কিভাবে? উত্তরে তিনি বলেন, বিশ্বাস করুন বড় বড় তারকা এমনকি আমিও যা ব্যবহার করি তা আপনি কিনতে পারবেন না। ওই দামে সোনা হয়ে যাবে। আর যারা বলে যে আমি শুধু জল খেয়েই এত সুন্দর স্কিন তারা পুরোপুরি মিথ্যা কথা বলে। তাই নিজের সাধ্যমত স্কিন কেয়ার করুন।