ভারত-ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টে একটা সময় টিম ইন্ডিয়ার ১১২ রানের মধ্যেই ৮ উইকেট পড়ে গেছিল। সেখান থেকেই ১৯৩ রান তাড়া করতে নেমে ১৭০ রান পর্যন্ত পৌঁছায় ভারত। সৌজন্যে রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস। কিন্তু শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারেনি। ২২ রান দূরে থেমে যেতে হয়েছে তাঁদের। ভারতীয় দলের টেলেন্ডারদের পারফরমেন্স নিয়ে প্রথম পাঁচ ইনিংসেই কথা উঠেছিল। তবে ষষ্ঠ ইনিংসে সিরিজের, অর্থাৎ তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারতীয় টেলেন্ডাররা যথেষ্ট লড়াই করলেন। রবীন্দ্র জাদেজা ১৮১ বলে করেন ৬১ রান। এর মধ্যে নীতীশ রেড্ডির সঙ্গে ৩০ রান, জসপ্রীত বুমরাহর সঙ্গে ৩৫ রান এবং মহম্মদ সিরাজের সঙ্গে জুটিতে ২৩ রান করেন জাদেজা।
একপ্রকার জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ভরাডুবি হয় ভারতের। টপ অর্ডারের ব্যর্থতার পর টেলেন্ডারদের নিয়ে লড়লেও ম্যাচ জেতাতে ব্যর্থ হন রবীন্দ্র জাদেজা। আপাতত সিরিজে ভারতীয় দল পিছিয়ে রয়েছে ১-২ ফলে। এই অবস্থায় পরের টেস্টের আগে ফিরে আসাই কঠিন হতে চলেছে ভারতীয় দলের কাছে, কারণ সিরিজ জিততে গেলে ভারতের কাছে বাকি দুই টেস্টই মাস্ট উইন। আর সিরিজে কামব্যাক করতে গেলে পরের টেস্টেই মরিয়াভাবে ঝাঁপাতে হবে জেতার জন্য।
টিম ইন্ডিয়ার এমন লড়াকু পারফরমেন্স দেখে প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা বলছেন, ‘ড্রেসিংরুমে বসে বসে এই হার নিয়ে চিন্তা করলে খারাপই লাগবে। এত ভালো খেলে এত কাছাকাছি আসার পর হারতে হলে, মন খারাপ তো লাগবেই। ওর থেকে বেশি মন খারাপ আর কারোর হবে না। অনেক কিছুই হয়েছে, কিছু ভুল হয়েছে। কিছুই স্ট্র্যাটেজি কাজে আসেনি। কিন্তু আসল দল তাঁরাই যারা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ায়। যদিও আজকে এসব নিয়ে কথা বলা উচিত নয়। এই সিরিজের জন্য ভারতীয় দল অনেক প্রস্তুতি নিয়েছে, অনেক অঙ্ক কষে এখানে এসেছে। এত কাছে এসেও যখন হারতে হয়, সেটা মেনে নেওয়া খুবই কঠিন। ইতিমধ্যেই ওরা আমাদের দেখিয়েছে যে এই পরিস্থিতি থেকে কীভাবে ম্যাচ বের করতে হয়। ফলে এই হারের কোনও শান্তনা হয় না ’।