ভারতীয় দলের মন ভেঙেছে লর্ডসে। মাত্র ২২ রানে তৃতীয় টেস্টে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। একপ্রকার জেতা ম্যাচই মাঠে ফেলে এসেছে ভারতীয় দল। শুভমন গিল ব্রিগেডকে দেখে শুরু থেকেই একটু আতঙ্কে ছিলেন ভারতীয় ক্রিকেটভক্তরা। কারণ লক্ষ্যমাত্রা কম হলেও চতুর্থ ইনিংসে চাপ কাটিয়ে রান তাড়া করতে পারবে কিনা দল, সেই নিয়ে একটা প্রশ্ন ছিলই। রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত অপরাজিত ৬১ রান করে লড়লেও বাকি ব্যাটাররা কেউ তেমন পারফরমেন্স দিতে না পারায় ভারতীয় দল পঞ্চম দিনে হার স্বীকার করে এবং ইংল্যান্ড ২-১ ফলে সিরিজে এগিয়ে যায়।
জসপ্রীত বুমরাহ শেষদিনে নিজের ডিফেন্সিভ স্কিল দেখিয়েছিলেন। ৫৪ বল তিনি খেলেন, করেন পাঁচ রান। বুমরাহ নিজের প্রথম ইনিংসে ফাইফারও নিয়েছিলেন। বুমরাহ যখন ডিফেন্স করছিলেন তখন যদি জাদেজা একটু চালিয়ে খেলতেন তাহলে হয়ত ম্যাচ বের করে নিতে পারত ভারত। মহম্মদ সিরাজও শেষদিকে বেশ কিছুক্ষণ ক্রিজে ছিলেন, কিন্তু তখনও জাদেজা টেস্টের মতোই ইনিংস খেলে ম্যাচ বের করার চেষ্টা করছিলেন, একটু আগ্রাসী হতে চাননি।
এদিকে সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার জসপ্রীত বুমরাহকে নিয়ে নির্বাচক কোচ থেকে অধিনায়ক, সকলেই জানিয়েছিলেন এই পেসারের ওয়ার্কলোডের দিকে মনযোগ দেবেন তাঁরা। তাই তাঁকে কোনও মতেই তিন টেস্টের বেশি খেলানো হবে না। এখন তো সিরিজে পিছিয়ে পড়েছে ভারত, তাহলে কি চতুর্থ টেস্টে ফের দেখা যেতে পারে বুমরাহকে? এই প্রশ্নই উড়ে আসে অধিনায়ক গিলের কাছে।
টিম ইন্ডিয়ার হয়ে এই সিরিজে সর্বোচ্চ রান করা শুভমন গিল স্পষ্ট করেই জানিয়ে দেন এখনও বুমরাহকে চতুর্থ টেস্টে খেলানোর বিষয়ে কোনও কথাই হয়নি ম্যানেজমেন্টের সঙ্গে। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুধু এটুকুই বলেন, ‘তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে ’।