কেন উইলিয়ামসন এবং বিরাট কোহলি ফ্যাব ফোরের চার ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা। বিরাট কোহলি ইতিমধ্যেই টি২০ এবং টেস্ট থেকে অবসর নিয়ে নিলেও কেন উইলিয়ামসন এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। স্টিভ স্মিথ এবং জো রুট এই ফ্যাব ফোরের বাকি দুই ক্রিকেটার। কিন্তু এই চারজনের মধ্যে সেরা কে? বর্তমান যুগের চার দেশের চার ক্রিকেটারের মধ্য বিরাট কোহলিকেই এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। শুধু ক্রিকেটের জন্যই নয়, বিরাটের ব্যক্তিগত জীবনকে সামলে চলাও বেশ পছন্দ হয়েছে উইলিয়ামসনের।
স্কাই স্পোর্টস ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারেই কেন উইলিয়ামসন বলছিলেন, কীভাবে ক্রিকেটবিশ্বকে গত ১৫ বছরে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছেন বিরাট কোহলি। তাঁর কথায়, ‘আমার মনে হয় গত ১৫ বছরে বিরাট কোহলিই সব ফরম্যাটের সেরা ব্যাটার। ক্রিকেটপ্রেমী এক দেশে সব বাধা প্রতিকুলতাকে জয় করেই বিরাট দিনের পর দিন শীর্ষে থেকেছে। ওর সঙ্গে অনেক ভাবেই আমার যোগাযোগ থেকেছে। দলে থাকার সময় দলের খেলোয়াড় হিসেবেই নিজের সেরাটা দিয়ে থাকি, বাকি সময় আমাদের মধ্যে প্রতিদ্বন্দিতা থাকে না’।
ক্রিকেটকে ব্যতি রেখেও বিরাটের সঙ্গে তাঁর যে একটা নিবিড়় সম্পর্ক রয়েছে, সেকথাও মনে করিয়ে দেন তিনি। কেন উইলিয়ামসন বলছেন, ‘আমাদের সম্পর্কে একটা বৃত্ত রয়েছে। আমরা শুধু ক্রিকেটই খেলছিলাম না, আমরা একইসঙ্গে নিজেদের মতো করে সংসারও করছি। তাই বয়স যতই বাড়তে থাকে, একইরকমের মানুষের সঙ্গে সম্পর্কও বজায় থাকে ’।
গত বছর অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন উইলিয়ামসন। তারপরই অনেকে মনে করেছিল, হয়ত কিউয়িদের প্রাক্তন অধিনায়ক অবসর নিতে পারেন। যদিও তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডের কেন্দ্রিয় চুক্তি থেকে সরে দাঁড়ালেও এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কোনও ইচ্ছাই নেই তাঁর।
এদিকে বিরাট কোহলি গতবছর জুন মাসে টি২০ বিশ্বকাপ জেতার পরই টি২০ থেকে অবসর নিয়েছিলেন। চলতি বছরের মে মাসে, ইংল্যান্ড সিরিজের দল বাছাইয়ের ঠিক আগেই বিরাট কোহলি টেস্ট থেকেও নিজের অবসর ঘোষণা করেছিলেন। ফলে আপাতত তিনি স্রেফ একটাই ফরম্যাটে খেলেন, সেটা হল ওয়ান ডে ক্রিকেট।