অত্যন্ত কার্যকরী বাঁ-হাতি স্পিনার, তবে ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়। উল্লেখযোগ্য বিষয় হল, ব্যাটিং-বোলিং ছাড়াও রাধা যাদবের ফিল্ডিং দক্ষতার কথা আলাদাভাবে উল্লেখ করতেই হয়। ভারতীয় তারকা যে মেয়েদের ক্রিকেটে অন্যতম সেরা অল-রাউন্ডার হয়ে উঠতে পারেন, তার যথার্থ প্রমাণ মিলল ভারত-ইংল্যান্ড মহিলা টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে রাধা যাদব আট নম্বরে ব্যাট করতে নেমে ১৪ রানের উল্লেখযোগ্য যোগদান রাখেন। পরে ৪ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন তিনি। ব্রিটিশ ওপেনার সোফিয়া ডাঙ্কলিকে বোল্ড করেন রাধা। তবে ম্যাচের শেষ ওভারে অরুন্ধতী রেড্ডির বলে অ্যামি জোনসের যে ক্যাচটি ধরেন যাদব, তাকে এককথায় অবিশ্বাস্য বলতেই হয়।
দ্বিতীয় ইনিংসের ১৯.৩ ওভারে অরুন্ধতীর অফ-স্টাম্পের বাইরের বল লেগ সাইডে তুলে মারেন অ্যামি জোনস। ডিপ মিড-উইকেটে ফিল্ডিং করছিলেন রাধা। তিনি সামনের দিকে শরীর ছুঁড়ে শূন্যে ওড়া অবস্থায় দুর্দান্ত ক্যাচ ধরেন। ফলে ব্যক্তিগত ১০ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় জোনসকে।
ভারত বনাম ইংল্যান্ড মহিলা টি-২০ সিরিজের পঞ্চম ম্যাচের ফলাফল
ভারত যদিও ম্যাচের একেবারে শেষ বলে হার মানে। বার্মিংহ্যামে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন শেফালি বর্মা।
শেফালি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ব্যক্তিগত ৭৫ রানে আউট হন। ৪১ বলের মারকাটারি ইনিংসে শেফালি ১৩টি চার ও ১টি ছক্কা মারেন। ইংল্যান্ডের হয়ে চার্লি ডিন ২৩ রানে ৩টি উইকেট দখল করেন। ২৮ রানে ২টি উইকেট নেন সোফি একলেস্টান।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৮ রান সংগ্রহ করে নেয়। ব্রিটিশরা ৫ উইকেটের ব্যবধানে এই ম্যাচ জিতলেও ভারত ৫ ম্যাচের সিরিজ জেতে ৩-২ ব্যবধানে।