অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইনআপের কেউই ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকাতে পারেননি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টোন টেস্টের প্রথম ইনিংসে নিতান্ত সস্তায় গুটিয়ে গেল অজিদের প্রথম ইনিংস। যদিও ডে-নাইট টেস্টে পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে বসেছে তাদের এক ওপেনারকে।
সাবাইনা পার্কে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। অস্ট্রেলিয়া ৭০.৩ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২২৫ রানে।
ওপেনার উসমান খোয়াজা ৯২ বলে ২৩ রানের সতর্ক ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি মোটে ১টি চার মারেন। অপর ওপেনার স্যাম কনস্টাস ২টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ১৭ রান করে আউট হন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ক্যামেরন গ্রিন ১০৮ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার মারেন।
হাফ-সেঞ্চুরি হাতছাড়া স্টিভ স্মিথের
স্টিভ স্মিথ নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৬৬ বলে ৪৮ রান করে উইকেট ছুঁড়ে দেন। স্মিথ ৮টি চার মারেন। ট্র্যাভিস হেড ২টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ২০ রান করেন। ৯ বলে ১ রান করে আউট হন বিউ ওয়েবস্টার।
উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২১ রানের সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংস খেলেন। ক্যাপ্টেন প্যাট কামিন্স ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৪ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি মিচেল স্টার্ক। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে আউট হন জোশ হেজেলউড। ৫ বলে ৫ রান করে নট-আউট থাকেন স্কট বোল্যান্ড। তিনি ১টি চার মারেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ইনিংসে ৩৩ রানে ৪ উইকেট নেন শামার জোসেফ। ৫৬ রানে ৩টি উইকেট সংগ্রহ করেন জাস্টিন গ্রেভস। ৫৯ রানে ৩টি উইকেট দখল করেন জয়ডেন সিলস। উইকেট পাননি আলজারি জোসেফ।
আরও পড়ুন:- টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করা ৫ ব্যাটার কারা?