রবীন্দ্র জাদেজা একটা সময় লর্ডস টেস্টে এমন ইনিংস খেলছিলেন, যা দেখে মনে হচ্ছিল হয়ত মিরাকেল ঘটিয়েই তিনি ম্যাচ বের করে দেবেন। কিন্তু বুমরাহ বা সিরাজকে এত বেশি বল খেলাতে যান জাদেজা, যে ভারতীয় টেলেন্ডাররা আর কোনও মিরাকেল ঘটাতে পারেননি। টিম ইন্ডিয়ার শেষ দুই ব্যাটার বুমরাহ এবং সিরাজ মিলে ৮৪ বল খেলেন। অর্থাৎ প্রায় ১৪ ওভার। কিন্তু সেই সময় জাদেজা ধীর গতিতেই রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত শোয়েব বাশিরের বলে সিরাজ আউট হতেই সব আশা জলে চলে যায় ভারতের।
মাত্র ২৩ রানের জন্য টিম ইন্ডিয়া লর্ডস টেস্ট জিততে ব্যর্থ হয়। এমনিতে সিরাজ যেভাবে আউট হয়েছেন, তা দুর্ভাগ্যজনক। মানে এমন আউটও হওয়াও খুবই হতবাক করার মতো। কারণ সিরাজ পুরো ব্যাটের মাঝখান দিয়ে বল খেলেছিলেন, এরপর কীভাবে বলটা উইকেটে গিয়ে লাগল, সেটাই যেন সিরজা সেই সময়ে বুঝতে পারছিলেন না।
টিম ইন্ডিয়ার ম্যাচ হারের পর রবীন্দ্র জাদেজার অতিরিক্ত সতর্কতা নেওয়া ইনিংসের দিকেই আঙুল তুললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘একটা ৬০-৭০ রানের পার্টনারশিপ খেলাটা ঘুরিয়ে দিতে পারত। ভারত কখনই সেটা পায়নি। জাদেজা সুযোগ কাজে লাগাতে পারত যখন শোয়েব বাশির আর জো রুট বোলিং করছিল। জাদেজা এমনিতে ভালোই ব্যাটিং করেছে ’।
এরপর স্পোর্টস টাক-কে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর আরও বলেন, ‘আমি ভাবলাম যখন শোয়েব বাশির বল করতে এল, জাদেজার একটু সুযোগ নেওয়া উচিত ছিল। এরপর বুমরাহ যখন ব্যাটিং করছিল তখনও জাদেজার কাছে সুযোগ ছিল, কারণ স্টোকস মিড অনে ব্যাটিং করছিল। তাই সেখানে এক আধটা বাউন্ডারি নিতেই পারত। পরে সিরজা যখন এল তখন স্টোকস বাউন্ডারিতে ফিল্ডিং করছিল। ’ ভারতের পরের টেস্ট ম্যাঞ্চেস্টারে।