ড্যান্স বাংলা ড্যান্সের একাধিক অ্যাক্ট যেমন দর্শকদের নজর কাড়ে, প্রশংসিত হয় তেমনি কিছু অ্যাক্ট প্রশ্নের মুখে পড়ে। সেসব দেখে যারপরনাই বিরক্ত হন নেটিজেন, নৃত্যশিল্পীরা। এদিনও তেমন এক ঘটনা ঘটল।
কী ঘটেছে ভাবছেন?
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ড্যান্স বাংলা ড্যান্সের একটি অ্যাক্টের ক্লিপ দারুণ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এবারের অন্যতম প্রতিযোগী অনুষ্কার সঙ্গে পারফর্ম করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। তাঁদের দুজনের সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা পারফর্ম করছেন। কিন্তু একি! সেখানে নেই চণ্ডালিকার কোনও গান বা সংলাপ। তবে কী আছে? বলিউড গান। তেরে বিনা জিন্দেগি সে গঙ্গি ব্যবহার করে আনন্দ এবং চণ্ডালিকার কথা তুলে ধরা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। আর তারপরই কটাক্ষের মুখে পড়েছে এটি।
রবীন্দ্র সৃষ্ট কোনও চরিত্রকে এমন ফিউশন মোটেই মেনে নিতে পারেননি নৃত্যশিল্পী এবং দর্শকরা। বিচারকরা যতই মুগ্ধ হন, এই অ্যাক্ট দেখে প্রশংসা করুন না কেন নেটপাড়ায় বিদ্রুপ, কটাক্ষের বন্যা বইছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে লেখেন, 'সব কিছুর সীমা ছাড়িয়ে গেল।আর কিছু বাকি নেই! কিচ্ছুটি না! একজন নৃত্যশিল্পী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর সকলকে বলছি, আপনারা সরব হন। না হলে আমাদের পরবর্তী প্রজন্ম নিজের শিকড় ভুলে যাবে,পায়ের তলার মাটি খুঁজে পাবে না আর কিছু দিন পর।' আরেকজন লেখেন, 'প্রথমত এই রিয়েলিটি শোটা বন্ধ করে দেওয়া হোক। পাবলিক বয়কট করছে না বলেই যা খুশি তাই করবার সাহস এরা দেখাতে পারছে।' কারও মতে আবার, 'এসব নিয়ে যত আলোচনা হবে, যত মন্তব্য হবে যত শেয়ার হবে তত এদের লাভ। কারণ এদের শিক্ষা দিতে গিয়ে আমাদের শিক্ষাটাই ভুলে যাব। বিগত এক দশকের বেশি ধরে এই চলে আসছে কোনও পরিবর্তন নেই, বরং যত এর প্রতিবাদ হচ্ছে তত স্বেচ্ছাচারিতা বাড়তে থাকছে। সবাইকে একত্রিত হয়ে শোটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার আর নাহলে এমন পারফরমেন্স থাকতে হবে এবং বিচারক এমন আনতে হবে যা অন্তত সাধারণ মানুষের বোধগম্য হয়। ছি! কিছু বলার নেই।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'সংস্কৃতির মানকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? সত্যি কিছু বলার ভাষা নেই।' পঞ্চম জনের কথায়, 'ছিঃ ছিঃ। এদের এই ভাবনা গুলো কি করে আসে।' বর্তমানে এই ভিডিয়ো ভাইরাল, প্রায় ৫ লাখের বেশি বার দেখা হয়েছে এই ভিডিয়ো এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।