অভিনেত্রী কিরণ জোনেজা, সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর স্বামী ও খ্যাতনাম চলচ্চিত্র পরিচালক রমেশ সিপ্পি-র চরিত্র নিয়ে প্রশ্ন ওঠায়, তীব্র প্রতিবাদ করেছেন। লেহরেন রেট্রো-র একটি সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, তাঁর কাছে প্রতিশ্রুতি ছিল, বিয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। রমেশ সিপ্পির অতীত প্রণয় সম্পর্কে প্রশ্ন এলে, কিরণ জোনেজা জানিয়েছেন যে, তিনি তাঁর তিন দশকের দাম্পত্য জীবনে এরকম কিছু শোনেননি।
সাক্ষাৎকারকারী যখন পুনরায় বলেন যে রমেশ ‘একজন রঙিন ব্যক্তি’ যিনি ‘কমপক্ষে দুটি প্রণয় সম্পর্কে’ ছিলেন। শুনেই মেজাজ হারান কিরণ। গলায় বেশ রাগ নিয়েই বলে ওঠেন, তিনি অন্তত ‘শোনেননি’ মিস্টার সিপ্পির প্রণয় সম্পর্কে।
সাক্ষাৎকারকারী যখন জোর দিয়ে বলেন যে রমেশের ২ নায়িকার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল, তখন কিরণ উত্তর দেন, ‘হতে পারে! কিন্তু তা অতীত। আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। আর এই নিয়ে কোনো মন্তব্যও করব না।’
কিরণ ও রমেশের বিয়ে:
১৯৯১ সালে রমেশ সিপ্পির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিরণ। সে সময় রমেশের বয়স ছিল ৪৪ বছর এবং কিরণের মাত্র ২৭। রমেশ এর আগেও বিবাহিত ছিলেন। তাঁর তিনটি সন্তান রয়েছে– রোহন সিপ্পি, সোনিয়া সিপ্পি এবং শিনা সিপ্পি।
কিরণ মুলজিম, এক মিসাল, জামানা দিওয়ানা, বড়ি বহেন, খোসলা কা ঘোসলা, জব উই মেট, চাঁদনি চক টু চায়না, ফ্যাশন, বদমাশ কোম্পানি এবং শিমলা মির্চি-সহ সিনেমায় অভিনয় করেছেন কিরণ জোনেজা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ জোনেজা তাঁর স্বামী রমেশ সিপ্পির আগেরপক্ষের ৩ সন্তাননিয়ে কথা বলেছেন। জানান, ‘তারা আমাকে নাম ধরে ডাকে, কিরণ বলেই ডাকে। আমাকে কেউই অন্য কিছু বলে ডাকে না। চমৎকার একটা সম্পর্ক। আমি মনে করি, আপনি যদি চান সম্পর্ক তিক্ত হবে না, তবে আপনাকে নিজের সীমানা সম্পর্কে জানতে হবে। আপনার জানা দরকার, 'এটা বলা যেতে পারে, এট আমি কখনোই বলতে পারি না'।’
কিরণ আরও জানান যে, তিনি জানেন যে রমেশের সন্তানরা তাঁর ‘নিজের সন্তান’ নয়। অভিনেত্রীর দাবি, কখনোই সৎ সন্তানদের সঙ্গে তাঁর ঝগড়া বা তর্ক হয়নি। কিরণের মতে, ‘আমি তাদের মা হতে চাই না, তাদের মা আছে।’