১০ বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘সহজ পাঠের গপ্পো’। মানস মুকুল পাল পরিচালিত সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল দুই ছোট্ট ছেলেকে, যাদের নাম সামিউল আলম এবং নূর আসলাম। এবার সেই দুই ভাইয়ের জুটি আবার বড় পর্দায় ফিরতে চলেছে ১০ বছর পর।
মানসের নতুন ছবির নাম ‘চন্ডীকথা’। বহু বছর পর এই ছবির হাত ধরে আবার পরিচালনায় ফিরতে চলেছেন মানস। ছবির পর্দায় আবার দেখা যাবে সেই দুই ভাইয়ের বিখ্যাত জুটিকে। যদিও তারা এখন আর ছোটটি নেই, রীতিমতো তরুণ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
মানসের এই নতুন ছবিতে মুর্শিদাবাদ জেলার একটি প্রত্যন্ত গ্রামের দুই কিশোর বন্ধুর জীবন যুদ্ধকে তুলে ধরবে। ছবিতে দেখানো হবে মুচি সম্প্রদায়ের একটি ছেলে এবং তার বন্ধু যে কিনা ডোম সম্প্রদায় থেকে উঠে এসেছে, তাদের জীবনের প্রত্যেকটি সংগ্রামের কথা দেখানো হবে এই ছবিতে।
তথাকথিত শিক্ষিত সমাজে দলিত সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে অমানবিক ব্যবহার করা হয়, যেভাবে অন্যায় অত্যাচার করা হয়, সেটাই তুলে ধরা হবে ছবির মাধ্যমে। তবে এত কিছুর পরেও অটুট থাকবে দুই বন্ধুর বন্ধুত্ব। একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তৈরি করবে বন্ধুত্বের এক অন্য সমীকরণ।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
১০ বছর পর নূর এবং সামিউলকে নিয়ে ছবি তৈরি করার অন্যতম কারণ শুধুই জনপ্রিয়তা এবং মানুষের চাহিদা। দুই বন্ধুর জুটি মানুষের এতটাই ভালো লেগে গিয়েছিল যে বহু মানুষ পরিচালককে অনুরোধ করেছিলেন এই জুটিকে আবার যেন ছবির পর্দায় দেখা যায়। এই অনুরোধ রেখেই এই বড় পদক্ষেপ নিয়েছেন মানস।
প্রযোজকদের সঙ্গে এখনও তেমনভাবে কথা বলা না হলেও সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসেই এই ছবির কাজ শুরু করতে চান পরিচালক। ‘চন্ডীকথা’-র মাধ্যমে আবার নূর এবং সামিউলের সেই জনপ্রিয় জুটিকে মানুষ দেখতে পাবেন ছবির পর্দায়।