মন্দাকিনীকে মনে আছে? আশির দশকের শেষদিকে রাজ কাপুর পরিচালিত সুপারহিট ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’ (Ram Teri Ganga Maili)-তে সুপারবোল্ড অবতারে আসমুদ্রহিমাচলের ঘুম কেড়েছিলেন এই সুন্দরী কন্যে। এটি ছিল তাঁর প্রথম ছবি। এরপর বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেন মন্দাকিনী (Mandakini)। শেষবার ‘জোরদার’ (১৯৯৬) ছবিতে দেখা গিয়েছিল মন্দাকিনীতে। এরপর আচমকাই শোবিজ জগত থেকে হারিয়ে যান তিনি। ২৬ বছরের বিরতির পর ফিরছেন মন্দাকিনী। সৌজন্যে তাঁর প্রথম সিঙ্গল ‘মা ও মা’ (Maa O Maa)। আর নতুন সফরে সঙ্গী পুত্র রব্বিল ঠাকুর (Rabbil Thakur)।
‘রাম তেরি গঙ্গা মইলি’র একটি দৃশ্যের ট্রেনের ভিতর স্তন্য়পান করাতে দেখা গিয়েছিল মন্দাকিনীকে, আজ থেকে ৩০ বছর আগে হিন্দি ছবিতে এই দৃশ্য ‘নর্ম্যাল’ ছিল না। নবাগতা হিসাবে তিনি কুন্ঠাবোধ করেননি? সং লঞ্চের আসরে হিন্দুস্তান টাইমসের সঙ্গে একান্ত আলাপচারিতায় অভিনেত্রী জানান, ‘সবার প্রথম তো ওটা স্তন্যপানের দৃশ্য হিসাবে শ্যুট করা হয়েছিল, তবে বাস্তবে তেমনটা ঘটেনি। ওইরকমভাবে সাজানো হয়েছিল শটটি, কীভাবে গোটা দৃশ্য শ্যুট হয়েছিল তা বোঝানো খুব ঝক্কির ব্যাপার। দৃশ্যে আমার যে অনেকখানি উন্মুক্ত বক্ষবিভাজিকা দেখানো হয়েছে সেটাও টেকনিক্যালি তৈরি করা। তবে আজকের দিনে যে ধরণের শরীর প্রদর্শন ছবিতে থাকে, সেই তুলনায় তো এটা কিছুই নয়। আমাদের তো ওই দৃশ্য নিয়ে কথা বলাও উচিত নয়। ওটা খুব পবিত্র একটা দৃশ্য, আজকাল তো সবকিছুতেই যৌনতা থাকে।’
আরও পড়ুন-খুকুমণির বিহান ফিরছে ‘হরগৌরী পাইস হোটেল’ নিয়ে, গল্পে ‘তোমায় আমায় মিলে’র ছোয়াঁ?
গত বছর এক সাক্ষাৎকারে পদ্মিনী কোলহাপুরী দাবি করেছিলেন, ৪৫ দিন ‘রাম তেরি গঙ্গা মইলি’ শ্যুট করবার পর রাজ কাপুর নায়িকাকে বদলে ফেলতে চেয়েছিলেন। এই নিয়ে কী বক্তব্য মন্দাকিনীর? অভিনেত্রীর সপাট জবাব, ‘আমি সত্যি জানি না পদ্মিনী কোলহাপুরীকে এই চরিত্র অফার করা হয়েছিল কিনা। তবে ওই চরিত্রটার প্রতি অনেকের নজর ছিল, কিন্তু রাজ কাপুর আমাকে বেছে নিয়েছিলেন কারণ ওঁনার একটা নতুন মুখ প্রয়োজন ছিল। ওঁনাকে আমি এটাও বলতে শুনেছি, ‘কেউ আগে থেকেই পরিচিত হলে তাঁকে আমি গঙ্গার মতো পবিত্র কীভাবে গড়ে তুলব? আমার তো মনে হয় না…. এমন কিছু ঘটেছিল’। আরও পড়ুন-‘তুমি শুধু মজা নিলে আর আমি…’, সারার প্রতি অনুযোগ বক্সিং ট্রেনারের, দেখুন ভিডিয়ো
এত বছর শোবিজ দুনিয়া থেকে গায়েব থাকবার আফসোস আছে? মুচকি হেসে মন্দাকিনী জানানলেন, 'এমন কিছু মনে হয়নি। ভাবিনি কোনওদিন। আমার সেই সময় আর ছবি করতে ইচ্ছা করেনি, সব ছেড়ে দিয়েছিলাম। কোনও আফসোস নেই নিজের সিদ্ধান্ত নিয়ে।….. কাজ করবার চেয়ে ভালো কাজ করাটা জরুরি।