বলিউডের ইতিহাসে অনেক জুটি এসেছে, হারিয়েও গিয়েছে, কিন্তু আজ আমরা যে জুটির কথা বলতে যাচ্ছি তাঁদের রেকর্ড কেউ ভাঙতে পারেনি। বুঝতে পারলেন কারা তাঁরা? না? বেশ, আসুন আপনাকে একটি ইঙ্গিত দেওয়া যাক। সিনেমা করতে গিয়ে প্রেমে পড়েন এই অভিনেতা ও অভিনেত্রী। ফলস্বরূপ, দুজন বিয়েও করেছিলেন এবং গত ৪৫ বছর ধরে একে অপরের সাথে রয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, আমরা ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কথা বলছি।
আইএমডিবির রেকর্ড অনুযায়ী, হেমা মালিনী ও ধর্মেন্দ্র এখনও পর্যন্ত একসঙ্গে ৪৫টি ছবি করেছেন। এই ৪৫টি চলচ্চিত্রের মধ্যে উভয়েই ৩৫টি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এই ৩৫টি চলচ্চিত্রের মধ্যে ২০টি হিট প্রমাণিত হয়েছে। তাঁদের বাকি ১৫টি সিনেমা ফ্লপ হয়েছে।
শাহরুখ খান ও কাজল একসঙ্গে ৬টি হিট ছবি দিয়েছেন, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন একসঙ্গে ১০টি হিট ছবি দিয়েছেন, রাজেশ খান্না ও মুমতাজ একসঙ্গে ৮টি সুপারহিট ছবি দিয়েছেন এবং গোবিন্দ ও করিশ্মা কাপুর একসঙ্গে ৫টি হিট ছবি উপহার দিয়েছেন। তবে তাঁরা কেউই এখনও পর্যন্ত ধর্মেন্দ্র ও হেমা মালিনীর এই রেকর্ড ভাঙতে পারেননি। ধর্মেন্দ্র, হেমা মালিনীর প্রেম কাহিনি শুরু হয়েছিল ১৯৭০ সালে 'তুম হাসিন ম্যায় জওয়ান' ছবির সেটে। সেই সময় ধর্মেন্দ্র বিবাহিত ছিলেন এবং তাঁর চার সন্তান ছিল। তা সত্ত্বেও ১৯৮০ সালে বিয়ে করেন দু'জনে। তবে ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে ডিভোর্স দেননি। আজ ধর্মেন্দ্র পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং খুশি।