সোমবারই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করেছেন রাণা সরকার, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা। এমনকী, শুভশ্রীর ভোগ খাওয়ার ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে। আর মঙ্গলবার থেকেই পুরীতে শুরু হয়ে গেল শ্যুটিং। বিনোদিনী লুকে শুভশ্রী, যিশু সেনগুপ্তকে দেখা গেল নিত্যানন্দ প্রভুর বেশে, গিরীশ রূপে ব্রাত্য।
তাঁতের শাড়ি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের গায়ে। ফ্রিলের ডিজাইন করা সবুজ রঙের ব্লাউজ। সঙ্গে পুরনো ধাঁচের সোনার গয়না। হাতে ম্যাচিং বটুয়া ব্যাগ। নীল ধুতি পরা ও নীল উত্তরীয় গায়ে জড়িয়ে যিশুকেও দেখা গেল শ্যুটিংয়ে।
লহ গৌরাঙ্গের নাম রে-র পরিচালনা করছেন সৃজি মুখোপাধ্যায়।তিনটি সময়কাল তুলে ধরা হবে এই ছবিতে । ঘুরে ফিরে আসবেন শ্রী চৈতন্য, নটী বিনোদিনী, গিরিশচন্দ্র ঘোষেরা । শ্রী চৈতন্যর ভূমিকায় দিব্যজ্যোতি দত্ত, বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে ।
তিনটি সময়ের একটি দেখানো হবে, যেখানে রয়েছেন শ্রী চৈতন্যদেব, আরেকটি উনবিংশ শতক, আরেকটি এখনকার সময়। এই সময়ের কাহিনিতে রয়েছেন ইশা সাহা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত । ইন্দ্রনীল এই সিনেমায় রয়েছেন এক অভিনেতার চরিত্রে। আর ইশা পরিচালক। ইন্দ্রনীলের স্ত্রী পার্নো। যদিও বিবাহিত ইন্দ্রনীলের সঙ্গে একটা সম্পর্কের সমীকরণ ফুটে উঠবে ইশার চরিত্রটির।
এর আগে বিনোদিনীর চরিত্রে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। তাঁর ফার্স্ট লুকও এসেছিল সামনে। কিন্তু পরে শুভশ্রীকেই বেছে নেওয়া হয়। সৃজিত জানান, একদম প্রথমে ২০২০ সাল নাগাদ বিনোদিনী করার প্রস্তাব গিয়েছিল শুভশ্রীর কাছে। কিন্তু তখন ইউভানকে নিয়ে অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী। এরপর নানা কারণে বারংবার পিছোয় ছবি। তবে এখন ফের একবার শুভশ্রী দুই বাচ্চার জন্মের পর, ছিপছিপে হয়ে উঠতেই, নিজের পুরনো পছন্দেই ফিরে গিয়েছেন সৃজিত।