অভিনেতা আহান পান্ডে এবং অনীত পান্ডার ছবি 'সাইয়ারা' বক্স অফিসে এক-দুটি নয়, বরং অনেক রেকর্ড ভেঙেছে। মোহিত সুরির এই ছবি প্রমাণ করেছে যে কেবল সুপারস্টারদের ছবিই শত শত কোটি টাকার ব্যবসা করে না। ছবির গল্প ও শিল্পীদের অভিনয়ও একটা ছবিকে দারুণ ব্যবসা দিতে পারে।
আরও পড়ুন: ধনুশের সঙ্গে সত্যি কি প্রেম করছেন মৃণাল? 'শুধু আমার…', যা বললেন অভিনেত্রী
এই ছবি দেখতে অসংখ্য দর্শক প্রেক্ষাগৃহে ভিড় জমিয়ে ছিলেন। শুধু তাই নয় এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। দর্শকদের হলে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়ে নানা কান্ড-কারখানা করতে দেখা গিয়েছে। আর তাঁদের সেই সব ভিডিয়োও সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক ভাইরালও হয়েছিল। তবে কেবল সাধারণ মানুষ নয়, বড় মাপের তারকারাও এই ছবির যথেষ্ট প্রশংসা করেছিলেন। তবে এমন অনেকেই আছেন যাঁরা প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখতে যেতে পারেননি তাদের জন্য এবার সুখবর। কারণ ‘সাইয়ারা’ খুব তাড়াতাড়ি ওটিটিতে মুক্তি পেতে চলেছে। জানেন কোন ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পাবে? এবার সেই খবর এল প্রকাশ্যে।
‘সাইয়ারা’ কবে এবং কোন ওটিটিতে মুক্তি পাবে?
মোহিত সুরি পরিচালিত এই ছবিটি, যা রাতারাতি আহান পান্ডে এবং অনীত পান্ডাকে তারকা বানিয়েছে সেই 'সাইয়ারা' ওটিটি প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পেতে চলেছে। যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে এই খবর জানিয়েছেন। শুধু তাই নয় ওটিটিতে মুক্তির তারিখও প্রকাশ্যে এনেছেন।
তাঁর পোস্ট অনুসারে, 'সাইয়ারা' ১২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম Netflix-এ মুক্তি পাবে। তাঁর এই পোস্টের মন্তব্য বিভাগে ভক্তদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। একজন লিখেছেন, ‘আমি প্রতি রবিবার এই ছবিটি দেখতে পারি’।

অন্য একজন লেখেন, ‘আমি তারিখটা মনে রেখে দেব। ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করব।’ অনেকেই ইমোজি তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু নির্মাতারা এখনও এই ছবিটির ওটিটি মুক্তির তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি।
কাজের সূত্রে, প্রথম ছবিটি ব্লকবাস্টার হিটের পর, এবার খবর যে, অহান পান্ডে এবং অনীত পান্ডার কাছে অনেক ছবির অফার আসছে। তবে তাঁরা তাঁদের পরবর্তী সিনেমা খুব সর্তক ভাবে বেছে নিচ্ছেন।