ছোট থেকেই সৌরভ ছিলেন ভীষণ ডানপিটে। স্কুল থেকে আসত একের পর এক কমপ্লেন। পড়াশোনাতেও খুব একটা ভালো ছিলেন না তিনি। যদিও সৌরভের বোন ছিলেন সৌরভের থেকে একেবারে উল্টো। কিন্তু ছোট থেকে সৌরভের সমস্ত দুষ্টুমি যিনি একাহাতে সামলেছেন, তিনি হলেন অভিনেতার মা।
মায়ের শুভ জন্মদিনে দুটি ছবি পোস্ট করে সৌরভ লেখেন, আরও হাসি আনন্দ এবং একসঙ্গে অনেক বছর কাটানোর শুভেচ্ছা। আমার সবকিছুকে জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে ভালোবাসি মা। প্রথম ছবিটি মা এবং ছেলেকে কোনও একটি কথায় উচ্চস্বরে হাসতে দেখা যায়।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
দ্বিতীয় ছবিটি আরও বেশি স্পেশাল কারণ দ্বিতীয় ছবিতে রয়েছেন সৌরভের বাবা এবং বোন দুজনেই। একবারে পিকচার পারফেক্ট ছবি বলতে যা বোঝায় সেটাই হলো এই ছবি। সৌরভ চিরকালই ফ্যমিলি ম্যান, তাই পরিবার ছাড়া আর কিছু বোঝেন না তিনি।
তবে এই ছবিতে যাকে দেখতে পাওয়া যাচ্ছে না তিনি হলেন সৌরভের স্ত্রী দর্শনা বণিক। ২০২৩ সালে দর্শনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৌরভ। কাজের পাশাপাশি মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে কোয়ালিটির টাইম কাটান সৌরভ।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
প্রসঙ্গত, ছোটপর্দা থেকে অভিনয় জীবন শুরু হলেও সেই যাত্রা আরও বেড়েছিল ওয়েব সিরিজ ও বড়পর্দায় অভিনয়ের মাধ্যমে। প্রতিটি চরিত্রে তিনি বারবার নিজেকে করেছেন প্রমাণ, ধীরে ধীরে হয়ে উঠেছেন জনপ্রিয়। সেই সাফল্য আজও একইভাবে অটুট।