ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষাকে নিয়ে যখন রাস্তায় নেমেছে কংগ্রেস-সহ সব বিরোধী দল, তখন ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ‘ঘনিষ্ঠ’ সহযোগী ও সমবায় মন্ত্রী কেএন রাজন্নাকে সোমবার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। আর পদ থেকে সরানোর পরেই রাজন্না দাবি, তিনি একটি ‘বড় ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন।
আরও পড়ুন-বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকলো চারিদিক! US বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা
দলীয় সূত্রে খবর, রাহুল গান্ধী নিজেই কেএন রাজন্নার অপসারণের নির্দেশ দেন। কারণ, রাহুল সম্প্রতি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নানা ভাবে কর্ণাটকের বেঙ্গালুরু আসনে বিপুল সংখ্যক ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত করছে। কিন্তু রাজন্না জানিয়েছিলেন, এই ‘অনিয়মগুলি’ যখন ঘটেছিল কর্ণাটকে তখন কংগ্রেসের সরকারই ক্ষমতায় ছিল। তাঁর কথায়, 'ভোটার তালিকা কবে তৈরি হয়েছিল? আমাদের নিজেদের সরকার ক্ষমতায় থাকাকালীন… তখন কি সবাই চোখ বুজে বসে ছিলেন? এই অনিয়ম আমাদের চোখের সামনেই হয়েছে-আমাদের লজ্জা পাওয়া উচিত।' যা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
আরও পড়ুন-বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকলো চারিদিক! US বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা
এরপরেই মন্ত্রীর রাজন্নার বক্তব্য দলের অবস্থানকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে। বিজেপি এই মন্তব্যকে কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে। কর্ণাটক বিধানসভায় ও দলীয় স্তরে তীব্র প্রতিক্রিয়ার পরে শেষ পর্যন্ত রাজন্নাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়। এই আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজন্না বলেন, 'আপনারা এটিকে পদত্যাগ, অপসারণ বা সরিয়ে দেওয়া-যাই বলুন না কেন, এর পিছনে বড় ষড়যন্ত্র ও পরিকল্পনা রয়েছে।' তিনি আরও বলেন, 'কখন, কোথায় এটা ঘটেছে এবং কার মাধ্যমে সঠিক সময় হলে সবটাই জানাবো। এখনই আমি কিছু বলব না। আমি দিল্লিতে রাহুল গান্ধী, এআইসিসি সভাপতি এবং কেসি বেণুগোপালের সঙ্গে দেখা করে ভুল বোঝাবুঝি দূর করব। কিছু বিধায়ক এবং মন্ত্রীও আমার সঙ্গে থাকবেন।' সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজন্নাকে মন্ত্রিসভা থেকে অপসারণে আগ্রহী ছিলেন না। কিন্তু কংগ্রেসের সিনিয়র নেতা কেসি বেণুগোপালের সঙ্গে কথা বলার পর তিনি এই বিষয়ে রাজি হন। এই পরিস্থিতিতে রাজন্না এবং তার ঘনিষ্ঠ বিধায়ক এবং মন্ত্রীরা পরবর্তী পদক্ষেপের কথা ভাবছেন এবং আলোচনার জন্য আবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।