২০১৯ সালে বিচ্ছেদ হয় সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকারের। তারপর দু'জনের পথ আলাদা হয়ে যায়। মেগা থেকে সিরিজ, ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নেন মধুমিতা। গত বছর তাঁর নতুন প্রেমের খবরও সামনে আনেন।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে বাংলা, তার মাঝেই 'ধূমকেতু ২'-এর ঘোষণা? বিশেষ শর্ত দিলেন রানা
অন্যদিকে, সৌরভ হাত পাকান পরিচালনায়। তাছাড়াও নায়কের প্রযোজনা সংস্থাও রয়েছে। তাছাড়া ছবি ও সিরিজে অভিনয়ের কাজও করেছেন নায়ক। বর্তমানে প্রায় ৯ বছর পর মেগাতে ফিরেছেন। তবে এখনও পর্যন্ত সৌরভের কোনও মনের মানুষের খোঁজ মেলেনি। কিন্তু তা না হলেও কাজ ও ব্যক্তিগত জীবন সব মিলিয়ে দু'জন নিজের মতো বেশ ভালোই আছেন।
কিন্তু সৌরভ একজন প্রযোজক তথা পরিচালক সেই জায়গা থেকে মধুমিতাকে তাঁর কোনও কাজে এখনও পর্যন্ত দেখা যায়নি বিচ্ছেদের পর থেকে, এমনকী নায়িকার সঙ্গে অভিনেতা হিসেবেও কোনও কাজ করেননি তিনি। তবে সচেতন ভাবেই কি তিনি প্রাক্তনকে এড়িয়ে চলেন? এবার এই প্রসঙ্গে দ্য ওয়ালের কাছে মুখ খুললেন সৌরভ।
আরও পড়ুন: ওলন্দাজ সাহেবদের হাত থেকে রামকান্তর সখী কলাবতীকে রক্ষা করল ভবানী! বড় চমক ‘রাণী ভবানী’তে
এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘কাস্টিংয়ের ক্ষেত্রে আমি কারুর সঙ্গে আমার সম্পর্কের সমীকরণ নিয়ে ভাবি না। যদি এমনও কোনও মানুষ হন যাঁকে আমি পছন্দই করি না, তাঁকেও যদি আমার কোনও চরিত্রের জন্য যথাযথ বলে মনে হয় তাঁর সঙ্গে কাজ করতে আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। আর মধুমিতার ক্ষেত্রে তো সেই প্রসঙ্গটা আসেই না।’ আর অভিনেতা হিসেবে যদি মধুমিতার বিপরীতে কাজ করতে হয়? সেই প্রসঙ্গে সৌরভের মত, ‘আমার ধারনা আমরা সকলেই প্রফেশনাল। আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। ভাবিনি কখনও এটা আলাদা করে। কিন্তু যদি আমরা প্রফেশনাল কথাটা নিজেকে বলে থাকি, তাহলে আমাকে বলতেই হবে যে আমার কোনও অসুবিধা নেই।’
প্রসঙ্গত, ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তাঁর সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। মধুমিতা তাঁর প্রথম মেগা 'সবিনয় নিবেদন' চলাকালীনই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, সেটে তাঁদের আলাপ হয়। তবে বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর টানা বেশ কয়েক বছর সিঙ্গল ছিলেন অভিনেত্রী। তারপর ২০২৪ সালে পুজোর আগে নিজেই প্রেমিক দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসছেন দু’জনে।