জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের বিবাদের কারণে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' বর্তমানে চর্চায়। জিতুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া রায়। তাতে মূলত অভিযোগ ছিল মাত্রাতিরিক্ত ইয়ার্কি, যা দিতিপ্রিয়ার মতে তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপর একে একে তাঁদের চ্যাটের স্ক্রিনশর্টও সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন জিতু। সবটা মিলিয়ে সরগরম ছিল পরিস্থিতি। তাঁরা দু'জনই মেগা ছাড়তে পারেন এমন গুঞ্জনও তৈরি হয়, যদিও সবটা নস্যাৎ করে শুক্রবার দু'জনের পক্ষ থেকেই সমস্যা মিটিয়ে নেন তাঁরা।
আরও পড়ুন: দেবমাল্যর সঙ্গে প্রেম, প্রাক্তন মধুমিতার সঙ্গে কাজ করতে চান সৌরভ? যা বললেন নায়ক
কিন্তু তারপর মঙ্গলবার মেগার প্রোমো আসতেই দিতিপ্রিয়ার অভিনীত চরিত্র ‘অপু’র মুখ দেখা গেল না! তাহলে কি সত্যি মেগা ছাড়লেন নায়িকা? ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে স্যোশাল মিডিয়ায় বিরাট শোরগোল।
মঙ্গলবার মেগার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি 'আর্য'। তার মাথায় ব্যান্ডেজ। আর তার মধ্যেই অপহরণ হয়ে যায় ‘অপর্ণা’র। তাকে বাঁচাতে 'আর্য'র মা-ই তাঁকে পাঠায় ‘অপর্ণা’র কাছে। আর সেখানেই ‘অপর্ণা’ সাজে চেয়ারে অচেতন অবস্থায় বসে থাকতে দেখা যায় এক নায়িকাকে। চুলে ঢাকা থাকার কারণে তাঁর মুখ ঠিক করে দেখা যায় না। ফলে তিনি দিতিপ্রিয়া কিনা তাও বোঝা যায় না। তবে তাঁর ধরণ দেখে খানিকটা হলেও আন্দাজ করা যায় তিনি সম্ভবত দিতিপ্রিয়া নন (একেবারেই অনুমানেন ভিত্তিতে, হিন্দুস্তান টাইমস বাংলা যাচাই করেনি)। আর তা চোখ এড়ায় না দর্শকদেরও। তা দেখেই কমেন্ট সেকশন হয়ে ওঠে সরগরম।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে বাংলা, তার মাঝেই 'ধূমকেতু ২'-এর ঘোষণা? বিশেষ শর্ত দিলেন রানা
একজন লেখেন, ‘এত কিছুর পরেও আপনাদের নায়িকার মুখ দেখা যাচ্ছে না। এ কেমন দায়িত্বহীন নায়িকা। মানে আমি জন্মেও দেখিনি এরকম অপেশাদার ব্যবহার।’ আর একজন লেখেন, ‘অপর্ণাকে বদল করলে আর নাটকটা দেখব না।’ আর একজন লেখেন, ‘অপর্ণাকে বদলে দিয়েছে, এ জন্য মুখটা দেখাচ্ছে না।’ আর একজন লেখেন, ‘নায়িকাকে বদলে দিয়েছে মনে হয়।’
প্রসঙ্গত, তুমুল বিবাদের পর শুক্রবার দিতিপ্রিয়া একটি পোস্টে শেয়ার করে লেখেন, ‘প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।’ অন্যদিকে জিতু কমল লেখেন, ‘আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা। আমি সেরা। উফ আমরা সেরা।’ তাই সকলেই ভেবেছিলেন তাঁরা দু'জনই মেগায় থাকছেন। কিন্তু তারপর মেগার প্রোমো ঘিরে ছড়ায় উত্তেজনা। তাই আদৌও ‘অপর্ণা’র মুখ বদল হল কিনা, তা জানা যাবে মেগার সম্প্রচারের সময়।