শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপের অন্যতম সেরা ম্যাচটির সাক্ষী গতকাল থেকেছে শারজা ক্রিকেট স্টেডিয়াম। টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান দল। শেষ ওভারের প্রথম দুটি বলেই পরপর দুটি ছক্কা হাকিয়ে অসম্ভবকে সম্ভব করেন নাসিম শাহ। এক উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে যায় পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে পৌঁছায় বাবর বাহিনী। অপরদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফগানিস্তান। এরপরেই দেখা যায় শারজা স্টেডিয়ামের গ্যালারিতে তাণ্ডব চালায় কিছু আফগান সমর্থকরা। সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করে আফগানিস্তান দেশ এবং তাদের সমর্থকদের কটাক্ষ করেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। যার জবাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সিইও সফিক স্ট্যানিকজাইয়ের স্পষ্ট হুঁশিয়ারি এসবের মধ্যে দেশকে টেন না।
আফগান সমর্থকদের শারজা স্টেডিয়ামে তাণ্ডবের সেই ছবি পোস্ট করে আখতার টুইটারে লেখেন 'এইটাই (তাণ্ডব) আফগান সমর্থকরা করছে। অতীতেও তারা এই ঘটনা ঘটিয়েছে। একাধিকবার তারা ঘটিয়েছে এই ঘটনা। এটা তো একটা খেলা মাত্র। খেলাটা খেলাই একমাত্র লক্ষ্য। তাকে সঠিক স্পিরিটে খেলাটাই লক্ষ্য। সফিক স্ট্যানিকজাই তোমাদের সমর্থক, তোমাদের ক্রিকেটারদের কয়েকটা জিনিস শেখা উচিত। যদি তোমরা খেলাটা উন্নতি করতে চাও তাহলে এটা তোমাদের শেখা উচিত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।