পয়লা মে সকালে আইবুড়ো ভাত খাওয়ার একগুচ্ছ ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন ইউটিউবার মুকুল জানা। পাশে হবু স্ত্রী মৌটুসিকে নিয়েই আইবুড়ো ভাত খেয়েছিলেন তিনি। তারপর তাঁদের গায়ে হলুদের ছবিও প্রকাশ্যে আসে। আর এবার প্রকাশ্যে এল মুকুল-মৌটুসির বিয়ে ছবি। তবে অনেকেই তা দেখে বলছেন এটা নাকি আসল বিয়ে নয়!